আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মারিউপোলের মেয়রের একজন উপদেষ্টা জানিয়েছেন, অবরুদ্ধ মারিউপোলে সোমবার থেকে কেউ প্রবেশ করতে পারবে না এবং বেরও হতে পারবে না।
তিনি সতর্ক করে বলেছেন, এই শহরে থাকা পুরুষদের যাচাই-বাঁছাই করা হবে। তাদের পরিচয় তন্নতন্ন করে যাচাই করা হবে। শনিবার রাশিয়া ঘোষণা দেয় মারিউপোলের পুরো দখল তাদের হাতে।
পেত্রো আন্দ্রিয়ুসচেনকো নামে মেয়রের ওই পরামর্শক জানিয়েছেন, রুশ বাহিনী মারিউপোলে নতুন নিয়ম জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী সবাইকে পাস নিতে হবে। এই পাস ছাড়া কেউ মারিউপোলের এক শহর থেকে আরেক শহরে যেতে পারবেন না।
শুধু তাই নয়, পাস না থাকলে বাড়ির বাইরের রাস্তায়ও কেউ বের হতে পারবে না। পেত্রো আন্দ্রিয়ুসচেনকো জানিয়েছেন, রুশ বাহিনীর কাছ থেকে পাস নেওয়ার জন্য শত শত মানুষ লাইন ধরেছেন। তবে সিএনএনসহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
কারণ পেত্রো আন্দ্রিয়ুসচেনকো নিজে বর্তমানে মারিউপোলে নেই। তিনি বাইরে নিরাপদ আশ্রয়ে থেকে সেখানকার বাসিন্দাদের কাছ থেকে তথ্য নিয়ে গণমাধ্যমকে বিভিন্ন তথ্য দিয়ে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।