আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উত্তর ওসেটিয়ায় একটি এসইউ-৩৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১১জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিমানে থাকা ক্রু এ ঘটনায় নিহত হয়েছেন। নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় কারিগরি ত্রুটির কারণে ককেশাস পর্বতে বিধ্বস্ত হয়েছে যুদ্ধবিমানটি।
এদিকে পৃথকভাবে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জরুরি পরিষেবাগুলোর একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। বিমানটি একটি জনবসতিহীন এলাকায় পড়েছিল কিন্তু ক্রুরা বাঁচতে পারেনি।
বিমান দুর্ঘটনার প্রাথমিক কারণ একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল উল্লেখ করে রুশ মন্ত্রণালয় বলেছে, ‘উত্তর ওসেটিয়া-আলানিয়া প্রজাতন্ত্রে রাশিয়ান এরোস্পেস ফোর্সের একটি এসইউ-৩৪ বিমান একটি নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইট সম্পাদন করার সময় পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়।’
খোলামেলা রোমান্সের দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
অত্যাধুনিক সুখোই এসইউ-৩৪ ফাইটার জেট সোভিয়েত আমলের উৎপত্তিগত রাশিয়ান অল-ওয়েদার সুপারসনিক মিডিয়াম-রেঞ্জ ফাইটার-বোমারু বিমান।
সূত্র : স্পুৎনিক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।