রুশ সেনাদের দমিয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল সোমবার বলেছেন, তাঁর দেশের বাহিনী রুশ সেনাদের অনেক দূরে রাখতে সক্ষম হয়েছে। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, রুশরা ধীরে ধীরে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। খবর বিবিসি’র।

তিনি আরো বলেছেন, রুশদের প্রচেষ্টা এখন পর্যন্ত প্রতিহত করা হয়েছে এবং শত্রুপক্ষকে দমিয়ে রাখা হয়েছে।

জেলেনস্কি আরো দাবি করেছেন, খারকিভ এলাকায় ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার আরেকটি বিমান ভূপাতিত করেছে।

রুশ যুদ্ধবিমানের পাইলটদের ব্যাপারে জেলেনস্কি বলেছেন, তাদের হৃদয়ের জায়গাটা শূন্য রয়েছে। আত্মা নেই। যা কিছুর কারণে কোনো মানুষ মানুষ হয়ে ওঠে, সেগুলো রুশ বাহিনীর পাইলটদের সেগুলো নেই বলেও মন্তব্য করেছেন তিনি।