স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা রাশিয়ার অনূর্ধ্ব-১৭ নারী ও বালক দলকে টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দিয়ে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশগ্রহণের ওপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।
ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসনের পর রাশিয়ার দলগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়।
ফিফা শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা তুলেছে। শর্তগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার জাতীয় পতাকা থাকবে না, রাশিয়ার জাতীয় সংগীত গাওয়া যাবে না, তাদের জাতীয় দলের কিট এবং সরঞ্জামের অনুপস্থিতিতে রাশিয়ার পরিবর্তে ‘রাশিয়ার ফুটবল ইউনিয়ন’ নামে খেলবে। এই দল নিরপেক্ষ রঙে খেলবে।
গত সপ্তাহে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা রাশিয়ার যুব দলগুলোর ওপর একই ধরনের শিথিলতা আরোপ করে।
ইউক্রেন, ইংল্যান্ড এবং ডেনমার্কসহ বেশ কয়েকটি দেশ জানিয়েছে যে, তারা উয়েফার সিদ্ধান্ত সত্ত্বেও রাশিয়ার কোনো যুব দলের সাথে খেলবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।