বিনোদন ডেস্ক : সম্প্রতি জাপানে মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলির আরআরআর। জাপানের বক্স অফিসেও দুর্দান্ত রাজত্ব করেছে এই ছবি।
ভারতীয় চলচ্চিত্রগুলো এখন শুধু নিজ দেশেই আটকে নেই, তার খ্যাতি বিস্তৃত হয়েছে বিশ্বের মাটিতে। ‘আরআরআর’-এর পর এবার রাশিয়ায় মুক্তি পাচ্ছে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ঝড় তোলা চলচ্চিত্র ‘পুষ্পা দ্য রাইজিং স্টার’।
করোনা-পরবর্তী পর্যায়ে যে ছবিটির হাত ধরে ভারতীয় বিনোদন সংস্থা সাফল্যের মুখ দেখেছিল, এই ছবির সংলাপ, গান থেকে শুরু করে আল্লু, এক্সপ্রেশন কুইন রাশমিকা মান্দানা অভিনয়, ভরপুর অ্যাকশন-সবটাই এই ছবিকে ব্লকবাস্টার বানিয়ে দেওয়ার অন্যতম কারণ।
এবার বিদেশের মাটিতে রাজত্ব করতে চলেছে ‘পুষ্পা’। আগামী ৩ এবং ৪ ডিসেম্বর মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে যথাক্রমে প্রিমিয়ার হওয়ার কথা এই ছবির। রাশিয়ায় মুক্তি পাচ্ছে পুষ্পা, ইতোমধ্যেই ছবির ট্রেলার রিলিজ হয়ে গেছে।
৮ ডিসেম্বর রাশিয়ায় মুক্তি পাবে এই ছবি। মুক্তির আগেই পুষ্পা : দ্য রাইজ-এর প্রচারে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে রওনা হলেন অভিনেতা আল্লু অর্জুন। সম্প্রতি বিমানবন্দর থেকে অর্জুনের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গ্র্যান্ড রিলিজের আগে, গোটা পুষ্পা টিম মঙ্গলবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।