আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বুধবার (১৪ ডিসেম্বর) খেরসন ও মারিওপোলের বিভিন্ন স্থাপনায় দফায় দফায় হামলা চালানো হয়। নতুন করে সেনা অভিযানে মারিওপোলের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা বিভাগ। অন্যদিকে পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে পুতিন বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ মাইন ব্যবহারের দাবি করেছে কিয়েভ। খবর রয়টার্সের।
ইউক্রেনের খেরসন ছেড়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। বুধবার অঞ্চলটির সেন্ট্রার স্কোয়ার এলাকায় অবস্থিত প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পুতিন বাহিনী। এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
খেরসনের পাশাপাশি মারিওপোলেও এদিন হামলা চালায় রুশ সেনারা। হামলায় অন্তত ৫০ ইউক্রেনীয় সেনা নিহত হয়। এ ছাড়া ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়। পরে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা বিভাগ দাবি করে,মারিওপোলের কৌশলগত গুরুত্বপূর্ণ একটি এলাকা দখলে নিয়েছে পুতিন বাহিনী।
অন্যদিকে রাশিয়ার হাত থেকে মুক্ত হওয়া দোনেৎস্কের কিছু অঞ্চলে নিষিদ্ধ মাইন পাওয়ার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। মাইন নিষ্ক্রিয় করার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। অঞ্চলটির বিভিন্ন জায়গায় ২ হাজারের বেশি মাইন পুঁতে রাখা হয়েছে বলেও দাবি করা হয়। বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এগুলো সতর্কতার সঙ্গে নিষ্ক্রিয় করা হচ্ছে বলে জানানো হয়েছে।
এদিকে রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে রুশ সেনারা শিশুদের ওপর নির্যাতন চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এমন দাবির পক্ষে প্রমাণ আছে বলেও জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।