স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির অন্যতম ফেরিওয়ালা আন্দ্রে রাসেল। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে নামডাক তার। কিন্তু জাতীয় দলে ছিলেন অবাঞ্চিত। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ডাক পেলেন এই অলরাউন্ডার।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুই বছর পর জাতীয় দলের জার্সি পরার অপেক্ষায় রাসেল।
রাসেল শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই ফরম্যাটে সব মিলিয়ে ১৬৭ স্ট্রাইক রেটে তার রান প্রায় ৮ হাজার। বল হাতে নিয়েছেন চারশর বেশি উইকেট।
নতুন চেহারার এই স্কোয়াডে রাসেলের সঙ্গে যোগ দিয়েছেন ম্যাথু ফোর্ড। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুগ্ধ তো করেছেনই, ঘরোয়া টি-টোয়েন্টি আসরেও মাতিয়েছেন। ভারত সিরিজ থেকে ছিটকে দেওয়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পিনার গুডাকেশ মোটি।
রোভম্যান পাওয়েলের নেতৃত্বে এই সিরিজ খেলবে উইন্ডিজ। আগামী বছর ঘরের মাঠে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে এই দল সাজানো হয়েছে বলে জানান প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনেস।
আগামী ১২ ডিসেম্বর হবে প্রথম ম্যাচ। ১৪ ও ১৬ ডিসেম্বর হবে পরের দুটি ম্যাচ। ১৯ ও ২১ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টির জন্য পরে দল ঘোষণা করা হবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহঅধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।