আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের একজন রাজনীতিবীদ জানিয়েছেন, মারিউপোলের দখল হারানো ইউক্রেনের জন্য অনেক বড় একটি ধাক্কা হবে।
ইভান্না ক্লাইমপুস নামে এ রাজনীতিবীদ গণমাধ্যম বিবিসির রেডিও ফোরকে বলেছেন, আজভস্টালে আকাশ ও স্থল থেকে রাশিয়ার চালানো হামলা অনেক কষ্টজনক হবে, বড় ধাক্কা হবে। কিন্তু আমরা সংকল্পবদ্ধ, আমরা আমাদের অঞ্চল পুনরায় উদ্ধার করার চেষ্টা চালাব।
এরপর এ রাজনীতিবীদ জানান, আজভস্টাল স্টিল কারখানার নিচে অবস্থিত সুরঙ্গপথগুলোতে প্রবেশের চেষ্টা করছে রাশিয়া। কিন্তু এ সুরঙ্গগুলোর পথগুলো অনেক জটিল। হঠাৎ করে সেখানে প্রবেশ করলে সেখান রুশ বাহিনী কিছু করতে পারবে না। আর এ কারণে তারা এখন একজন বিশ্বাসঘাতককে খুঁজছে। যে তাদের পথ দেখিয়ে দেবে।
এ ব্যাপারে রাজনীতিবীদ ইভান্না ক্লাইমপুস বলেন, সুরঙ্গপথ ব্যবহার করে রাশিয়ার সেনারা স্টিল কারখানার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। এজন্য তারা একজন বিশ্বাসঘাতককে খুঁজছে তাদের পথ দেখিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারা এখনো এক্ষেত্রে সফল হয়নি।
ইভান্না ক্লাইমপুস তার বক্তব্যে আরও জানিয়েছেন, আজভস্টালের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে ‘অলৌকিক ঘটনার’ জন্য অপেক্ষা করছেন তারা।
এদিকে রাশিয়া জানিয়েছে, তারা আজভস্টালে আটকে থাকা বেসামরিক লোকদের বেরিয়ে যাওয়ার জন্য তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে।
ইভান্না ক্লাইমপুসসে এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, রাশিয়া যুদ্ধবিরতির কথা আগেও বলেছিল। কিন্তু তারা সেটি ভঙ্গ করেছে।
তিনি জানিয়েছেন, রাশিয়া যদি এবার তাদের কথা রাখে তাহলে বিষয়টি অনেক ভালো হবে। বেসামরিক লোকরা বেরিয়ে যেতে পারবে।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।