ক্রিমিয়ায় ১৯ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

ড্রোন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপের বেশ কয়েকটি স্থানে এবং কৃষ্ণসাগরে রাতব্যাপী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে মস্কো।

ড্রোন ধ্বংস

বৃহস্পতিবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় মেসেজিং প্ল্যাটফরম টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার ব্যাপারে বলেছে, ‘ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম, উত্তর-পশ্চিম এবং পূর্ব আকাশে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকানো হয়েছে। এ ছাড়া মস্কো অঞ্চলের ইস্ট্রা ও ডোমোদেদোভা জেলা, বেলগোরোদ এবং ভোরোনেজ অঞ্চলেও কিয়েভের ড্রোন ভূপাতিত করা হয়।’

এসব ড্রোন হামলার বেশিরভাগই বুধবার রাতে চালানো হয়।

মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের চালানো ড্রোন হামলা ব্যর্থ হয়েছে। তাদের ১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে আরও পাঁচটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

ক্রিমিয়া রাশিয়ার আক্রমণের লক্ষ্যবস্তু করেছে ইউক্রেন। সম্প্রতি কিয়েভ কৃষ্ণসাগর উপদ্বীপ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে হামলার গতি বাড়িয়েছে। কৃষ্ণসাগর মস্কো ২০১৪ সালে নিজের সঙ্গে সংযুক্ত করে নিয়েছিল।

ভারত থেকে আসছে আরও ৬ কোটি ডিম

সেভাস্তোপলের রুশ সমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, ক্রিমিয়ার বৃহত্তম শহর, রাশিয়ার কৃষ্ণসাগরের পাশে আবাসস্থল এলাকায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস কর হয়েছে।