আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী অলেক্সি আরেস্তোভিচ জানিয়েছে, রুশ সেনারা চর্নবাইভকা বিমানবন্দর দখল করতে ১২ বার হামলা চালিয়েছে।
কিন্তু ১২ বারের চেষ্টাতেও সফল হয়নি তারা।
রাশিয়ার হাতে দখলকৃত খেরসন প্রদেশ ও অবরুদ্ধ মাইকোলাইভের মাঝে অবস্থিত এ বিমানবন্দরটি।
খেরসন ও মাইকোলাইভের মাঝামাঝি স্থানে অবস্থান হওয়ায় এটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর। ফলে রাশিয়া বিমানবন্দরটির দখল নেওয়ার জন্য বার বার চেষ্টা চালাচ্ছে।
১২ বার রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী অলেক্সি আরেস্তোভিচ ফেসবুকে বলেন, একটি আনন্দদায়ক খবর- চর্নবাইভকা ১২ বার (রুশদের) হারিয়েছে। এটা (রুশদের পরাজয়) হয়ে আসছে এবং সামনেও হবে।
এদিকে রাশিয়ার জেনারেল ইয়াকোভ রেজান্তসেভ এই চর্নবাইভকাতেই নিহত হয়েছিলেন। ইয়াকোভ রেজান্তসেভ রাশিয়ার ৪৯ সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। গত সপ্তাহে ইউক্রেনের হামলায় নিহত হন তিনি।
চর্নবাইভকাকে নিয়ে বর্তমানে গর্ব করছেন ইউক্রেনের সাধারণ মানুষ ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গরা। কারণ এই শহরে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থাই জানান দিচ্ছে নিজেদের দেশ ও শহর বাঁচাতে কতোটা মরিয়া ইউক্রেনের সেনারা।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।