আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ২ মার্চ প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, ইউক্রেনে যুদ্ধে তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছেন। সেনা নিহতের আর কোনো হিসাব দেয়নি তারা।
বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোট ন্যাটো দাবি করে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর গত এক মাসে দেশটিতে রাশিয়ার ১৫ হাজার সেনা নিহত হয়েছেন।
এরপর শুক্রবার ইউক্রেনে কত সংখ্যক সেনা হতাহত হয়েছে রাশিয়া তার সংখ্যা প্রকাশ করেছে।
বাইডেনের সেই মন্তব্যের জবাব দিল রাশিয়া
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে তাদের ১ হাজার ৩৫১ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৮২৫ জন।
যদিও বিশ্লেষকদের ধারণা, প্রকাশ করা সংখ্যার চেয়ে রাশিয়ার অনেক বেশি সেনা হতাহত হয়েছে।
সূত্র: গাডিয়ান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।