মার্কিন কর্মকর্তাদের নতুন করে কড়া হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে প্রাণঘাতী ভুল হিসাব নিকাশ না করার জন্য মার্কিন কর্মকর্তাদের নতুন করে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং তা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য কিয়েভকে অনুমতি দেয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। এরপর পরপরই জার্মানিও তাদের সরবরাহ করা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে ইউক্রেন সরকারকে অনুমতি দেয়। এছাড়া, ফ্রান্স এবং ব্রিটেন আগেই তাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে।

এ সম্পর্কের রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল (সোমবার) বলেন, যদি আমেরিকা রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহ করে এবং সেগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয় তাহলে আমেরিকাকে প্রাণঘাতী পরিণতি বরণ করতে হবে।

রিয়াবকভ বলেন, “আমি মার্কিন কমর্কতাদেরকে এমন ভুল হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক করব যা প্রাণঘাতী পরিণতি ডেকে আনবে।” রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এ খবর দিয়েছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশ্চাত্যকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আপনারা আগুন নিয়ে খেলবেন না।” পুতিনের সেই হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র দিচ্ছে।