আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে দক্ষিণ কোরিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বলেছে, দক্ষিণ কোরিয়া যদি ইউক্রেনে সরাসরি প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করে তাহলে সিউলের সঙ্গে সম্পর্ক নিয়ে পুনর্বিবেচনা করবে মস্কো।
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভ এ হুঁশিয়ারি দেন। শুক্রবার (১৯ জানুয়ারি) রুশ বার্তাসংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১৯৯০ সালের ৩০ সেপ্টেম্বর রাশিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু হয়। তবে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর সিউল-মস্কো সম্পর্কে টানাপোড়েন দেখা যায়। এমনকি বন্ধুপ্রতীম দেশগুলোর তালিকা থেকে দক্ষিণ কোরিয়ার নাম বাদ দেয় রাশিয়া।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, সিউল পরোক্ষভাবে কিয়েভকে ১৫৫এমএম গোলা সরবরাহ করেছে যার পরিমাণ ইউরোপীয় দেশগুলোর দেয়া গোলার চেয়েও বেশি। এই তথ্য সামনে আসার কয়েকদিন পর রুশ রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি দিলেন।
এক সংবাদ সম্মেলনে রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভ বলেন, ‘আমরা দক্ষিণ কোরিয়াকে প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে বিবেচনা করতে প্রস্তুত যদি না তারা ইউক্রেনকে সরাসরি অস্ত্র সরবরাহ করে।’
তিনি আরও বলেন,
কিয়েভকে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে যে রেডলাইন টানা হয়েছে সিউল তা যতক্ষণ অতিক্রম করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো গুরুতর ক্ষতি হবে না বলে আমি মনে করি।
জিনোভিয়েভ বলেন, ‘আমরা জানি যে, দক্ষিণ কোরিয়া প্রচুর পরিমাণে সামরিক রসদ রফতানি করে। তবে তারা আমাদের জানিয়েছে, তারা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম মেনেই এসব পণ্য সরবরাহ করে।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ কোরীয় অংশীদাররা আমাদের যে আশ্বাস দিয়েছিলেন, সে বিষয়ে আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের ফলপ্রসু যোগাযোগের যে বিধিনিষেধ আছে তা সম্মান করি। আমরা ‘মেগাফোন কূটনীতি’ ও গণমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমাদের নীতি তৈরি করি না। আমরা সত্যতার ওপর ভিত্তি করে কঠোরভাবে আমাদের নীতি মেনে চলি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।