চীনে গোপন ‘যুদ্ধ ড্রোন প্রকল্প’ স্থাপন করেছে রাশিয়া!

Drone-putin

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া চীনে একটি গোপন যুদ্ধ ড্রোন প্রকল্প স্থাপন করেছে বলে দাবি করা হচ্ছে এবং তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য দীর্ঘ-পাল্লার আক্রমণ ড্রোন তৈরির লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

Drone-putin

ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার দুটি সূত্র এবং রয়টার্সের পর্যালোচনা করা নথিগুলোর মাধ্যমে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র কোম্পানি আলমাজ-অ্যান্তেই-এর একটি সহযোগী প্রতিষ্ঠান আইইএমজেড কুপল চীনের বিশেষজ্ঞদের সহায়তায় গার্পিয়া-৩ (জি৩) নামক একটি নতুন ড্রোন মডেল, এর উন্নয়ন এবং পরীক্ষামূলকভাবে চালু করেছে।

কুপল এ বছরের শুরুর দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠায়, যেখানে তারা তাদের কাজের বিবরণ তুলে ধরে।

আরেক প্রতিবেদনে কুপল জানায় যে, তারা চীনের একটি কারখানায় জি৩-সহ ড্রোনগুলো ব্যাপকভাবে উৎপাদন করতে সক্ষম হয়েছে, যা ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে পরিচিত ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে রয়টার্সের অনুরোধের পরেও কুপল, আলমাজ-অ্যান্তেই এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ধরনের কোনো প্রকল্প সম্পর্কে অবগত নয়। সেই সঙ্গে দেশটি ড্রোন রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রেখেছে বলেও জানানো হয়। সূত্র: আল-জাজিরা