পুতিন-জেলেনস্কি বৈঠকের জন্য যে শর্ত বেঁধে দিল রাশিয়া

পুতিনের সঙ্গে ফের সরাসরি আলোচনার প্রস্তাব জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বুধবার তার নিয়মিত ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, জেলেনস্কি-পুতিন বৈঠক হওয়ার আগে শর্ত পূরণ হতে হবে।

সেই শর্তটি হলো এ বৈঠকের আগেই রাশিয়ার দাবি-দাওয়াগুলোর একটি সুরাহা হতে হবে।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, আমাদের অবস্থান পরিস্কার। সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হতে হবে ফলপ্রসু এবং ভালভাবে প্রস্তুত থাকতে হবে।

পুতিনের সঙ্গে ফের সরাসরি আলোচনার প্রস্তাব জেলেনস্কির
ফাইল ছবি

তাছাড়া তিনি রাশিয়ার খাদ্য শস্য রপ্তানি নিয়েও কথা বলেছেন।

এ ব্যাপারে মুখপাত্র পেসকোভ বলেছেন, রাশিয়ার শস্য আন্তর্জাতিক বাজারে যেতে হলে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ওঠিয়ে দিতে হবে।

তবে এখন নিষেধাজ্ঞা ওঠিয়ে নেওয়ার জন্য কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন পেসকোভ।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বেশ কয়েকবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি দেখা করার অনুরোধ জানিয়েছেন। তবে রাশিয়া এ ব্যাপারে এখনো সম্মত হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

পরকীয়া কাণ্ডে একসঙ্গে ডুবে মরতে গিয়ে প্রেমিকা দিলেন লাফ, প্রেমিক দাঁড়িয়ে তীরে!