হামাসকে ধন্যবাদ জানালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : দু’জন রাশিয়ান নাগরিককে মুক্তি দেয়ায় গাজার নিয়ন্ত্রক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

ইসরাইলের সাথে যুদ্ধ শুরুর পর এ দু’জন ছাড়াও ইসরাইলসহ বিভিন্ন দেশের দুই শতাধিক ব্যক্তিকে পণবন্দী করেছিল ফিলিস্তিনি স্বাধীনতাপন্থী সংগঠন হামাস।

যুদ্ধবিরতি চুক্তি শুরুর পর থেকে অনেককে মুক্তি দেয়া হচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমাদের আহ্বানে সাড়া দেয়ায় আমরা হামাস নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। আমরা গাজা উপত্যকায় বাকি রাশিয়ান পণবন্দীদের ‍মুক্তির ব্যাপারে চেষ্টা চালিয়ে যাব।

অন্যান্য পশ্চিমা দেশের মতো রাশিয়া হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে মনে করে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বার বার আহ্বান জানিয়ে আসছে। মস্কো ইসরাইল-রাশিয়া উভয় পক্ষের সাথেই সম্পর্ক বজায় রেখেছে।

সূত্র : আলজাজিরা