আন্তর্জাতিক ডেস্ক : এবার ভার্চুয়ালি সুইডিশ পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার ঠিক এক মাস পরে তিনি এই বক্তৃতা দিলেন। ইতিপূর্বে জেলেনস্কি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন প্রভাবশালী দেশের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন।
জেলেনস্কি তাঁর বক্তব্যের শুরুতেই সুইডেনকে ধন্যবাদ জানান ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য।
তিনি বলেন, ‘রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের আজ এক মাস হলো। এই সময়ের মধ্যে ৩৬ লাখেরও বেশি মানুষকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। …নীল-হলুদ রং (সুইডেন এবং ইউক্রেন উভয়ের পতাকার রং) সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রং। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। একসঙ্গে আমরা মানবিক মূল্যবোধ এবং মানুষের সমান অধিকারের পক্ষে দাঁড়িয়েছি ’
জেলেনস্কি আরো বলেন, ‘রাশিয়া ইতিহাসকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যদি এটি চালিয়ে যেতে দেওয়া হয়, তবে তা কেবল আমাদের জন্যই নয়, আপনাদের জন্যও হবে ঝুঁকির বিষয়।’
সুইডেনের যুদ্ধে লিপ্ত কোনো দেশে অস্ত্র পাঠানোর বিধান না থাকার কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘সেই সুইডেনই যখন ইউক্রেনে অস্ত্র পাঠাল, তখন তা ছিল একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।