আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী বছরের শেষ পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলতে পারে। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে রাশিয়ার বোমাবর্ষণ আগামী বছরের শেষ পর্যন্ত চলতে পারে, এ রকম গোয়েন্দা তথ্য সঠিক কী না জানতে চাইলে তিনি এই জবাব দেন।
তিনি বলেন, পুতিনের বিশাল সেনাবাহিনী আছে। তবে তার একটি খুব কঠিন রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে কারণ তিনি একটি বিপর্যয়কর ভুল করেছেন। তার কাছে এখন একমাত্র বিকল্প হল, ইউক্রেনীয়দের পিষে ফেলার চেষ্টা করে অস্ত্রের ব্যবহার চালিয়ে যাওয়া।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, পুতিন ‘ইউক্রেনীয় জনগণের চেতনা জয় করতে সক্ষম হবেন না’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।