গুগল ম্যাপকে টেক্কা দিতে নেভিগেশন অ্যাপ আনলো রুশ কোম্পানি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দুবাইতে গুগল ম্যাপকে টেক্কা দিতে একটি নেভিগেশন অ্যাপ চালু করেছে রাশিয়ান প্রযুক্তি জায়ান্ট ইয়ানডেক্সের মালিকানাধীন ইয়াঙ্গো। এ অ্যাপে দুবাইয়ে অবস্থিত বুর্জ খলিফাসহ বিভিন্ন জনপ্রিয় ল্যান্ডমার্কের থ্রিডি মডেল ফুটিয়ে তোলা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ নভেম্বর) কোম্পানিটি এক ঘোষণায় জানিয়েছে, রাশিয়ান টেক গ্রুপ ইয়ানডেক্সের আন্তর্জাতিক শাখা ইয়াঙ্গো দুবাইতে একটি নেভিগেশন অ্যাপ চালু করেছে। এ অ্যাপে শহরের একটি অত্যন্ত বিশদ এবং সুস্পষ্ট মানচিত্র দেখা যায়। এমনকি দুবাইয়ে অবস্থিত সব আইকনিক ল্যান্ডমার্কের থ্রিডি মডেল রয়েছে এই নেভিগেশন অ্যাপে।

অ্যাপটি বর্তমানে বিনামূল্যে গুগল প্লে এবং অ্যাপলস অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটিতে ইন্টারফেস এবং ভয়েস নির্দেশনার ক্ষেত্রে ইংরেজি এবং আরবি ভাষার সুবিধা রাখা হয়েছে।

এবিষয়ে কোম্পানিটি জানিয়েছে, এই নেভিগেশন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ল্যান্ডমার্কের চিত্তাকর্ষক থ্রিডি মডেলের পাশাপাশি একটি সুস্পষ্ট মানচিত্র ব্যবহারের সুযোগ পাবেন। ফলে তারা গাড়ি চালানো, হাঁটাহাটি করা, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের ক্ষেত্রে একটি দ্রুত এবং সুবিধাজনক রুট বেঁছে নিতে পারবেন।

ইয়াঙ্গোর মতে, পরিষেবাটি রাস্তা, বিল্ডিং, আন্ডারগ্রাউন্ড ক্রসিং ও পার্কি স্পটসহ শহরের একটি বাস্তবধর্মী চিত্র তুলে ধরেছে। ইয়াঙ্গোর ম্যাপে দুবাইয়ের বিখ্যাত দর্শনীয় স্থানগুলো যেমন- বুর্জ খলিফা, দুবাই ফ্রেম, মিউজিয়াম অব দ্য ফিউচার এবং জুমেইরাহ মসজিদকে ফুল-কালার থ্রিডিতে ফুটিয়ে তোলা হয়েছে।

এই পরিষেবাটি বাজারে ছাড়ার বিষয়ে ইয়াঙ্গো ম্যাপের সিইও আলেকজান্ডার বাকশিভ বলেছেন, আমরা দুবাইতে ইয়াঙ্গো ম্যাপ চালু করতে পেরে অনেক উচ্ছ্বাসিত। আমরা শহরের একটি নতুন নিরবচ্ছিন্ন নেভিগেশন অভিজ্ঞতা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

তিনি আরও বলেছেন, ‘আমরা নির্ভুল ও ঝামেলা-মুক্ত নেভিগেশন অভিজ্ঞতা দেয়ার স্বার্থে ইয়াঙ্গো ম্যাপকে সময়ে সময়ে আপ টু ডেট রাখার প্রচেষ্টা করছি।’

এক্ষেত্রে ম্যাপটিতে প্রতি মাসে প্রায় ৩ মিলিয়ন আপটেড আনা হবে বলেও জানিয়েছেন তিনি।