তুরস্কের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে শাড়ি পরে ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছেন রুশ মডেল ও ইনফ্লুয়েন্সার মনিকা কবির। বর্তমানে ঢাকায় বসবাসরত এই তরুণী প্রথমে একটি ভিডিওতে লাল ব্লাউজ ও লেগিংসে হাজির হন। পরে জনসমক্ষে পেটিকোট পরে শাড়ি জড়িয়ে নেন। মুহূর্তেই ভিডিওটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে।
মনিকার জন্ম রাশিয়ার মস্কোতে। তার বাবা ভারতীয় ও মা রাশিয়ান। শৈশবে পাঁচ বছর বয়সে বাবার ব্যবসার কারণে প্রথমবার বাংলাদেশে আসেন। পরে মায়ের কাছে রাশিয়ায় ফিরে গেলেও বাংলা ভাষা ভুলে যাননি। বাবার প্রভাবে ভারতীয় ভাষাও শিখেছেন। রাশিয়ার ভাষার পাশাপাশি তিনি বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি ও আজারবাইজানের ভাষা জানেন।
বাংলাদেশের সংস্কৃতি, ভাষা ও মানুষকে ভালোবাসার কারণে অনেকেই তাকে বাংলাদেশি ভেবে বসেন। তবে মনিকা জানিয়েছেন, তার বাংলাদেশের সঙ্গে রক্তের সম্পর্ক নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মনিকা বলেন, “বিয়ে মনের ওপর নির্ভর করে। বাংলাদেশের ভারতের বা রাশিয়ার যে কারও মন ভালো হলে তাকেই বিয়ে করব। তবে আমার ইচ্ছা হয়তো বাংলাদেশে, কারণ এদেশের পাঞ্জাবি পরা ছেলেদের অনেক ভালো লাগে।”
তিনি আরও জানান, যাকে-ই বিয়ে করুন না কেন, বিয়েতে তিন দেশের বাংলাদেশ, ভারত ও রাশিয়ার পোশাক পরার ইচ্ছা রয়েছে তার।
রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা এবং ডাকনাম মনিশকা এই লাস্যময়ী মডেল লাতিন নাচে পারদর্শী এবং বাবার ব্যবসার সুবাদে ছোটবেলা থেকেই বহু দেশে ঘুরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।