আন্তর্জাতিক ডেস্ক: রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন। এবার নোবেলের স্মারক হিসেবে পাওয়া মেডেলটি ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তার জন্য বিক্রি করার ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি জানিয়েছেন, ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করতেই মেডেলটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
মুরাতভ বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি নিয়ে ২০২১ সালে পাওয়া নোবেল প্রাইজের মেডেলটি ইউক্রেনের শরণার্থী তহবিলে দান করবো।’
তিনি আরও বলেন, ‘সেখানে প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়েছেন। আমি নিলাম হাউজগুলোকে আমার পদকটির নিলামে তোলার আহ্বান জানিয়েছি।’
এদিকে খারকিভ ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। তাই সেনা অভিযানের শুরুতেই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। এখনও খারকিভে ধারাবাহিকভাবে রুশ হামলার খবর পাওয়া যাচ্ছে।
ইউক্রেনের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে রুশ হামলায় খারকিভের প্রায় এক হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। এর অধিকাংশই আবাসিক ভবন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
রাশিয়ার সেনারা এখন অনবরত খারকিভে গোলাবর্ষণ করছে বলে দাবি জেলেনস্কি প্রশাসনের। এতে অন্তত ৫০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।