আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পাঁচ হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারী আর্জেন্টিনায় প্রবেশে করেছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার এক ফ্লাইটেই দেশটিতে গেছেন ৩৩ রুশ অন্তঃসত্ত্বা নারী। আজ রোববার আর্জেন্টিনা কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন। সর্বশেষ আর্জেন্টিনা পৌঁছানো নারীরা তাদের গর্ভাবস্থার শেষ সপ্তাহে আছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অভিবাসন সংস্থা।
ধারণা করা হচ্ছে, এসব অন্তঃসত্ত্বা নারী আর্জেন্টিনায় সন্তান প্রসব করে তাদের দেশটির নাগরিক করতে চান। এই কারণে সম্প্রতি আর্জেন্টিনায় যাওয়া রুশ নারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে এমনটা হচ্ছে।
স্থানীয় এক সংবাদমাধ্যমকে আর্জেন্টিনার অভিবাসন সংস্থার প্রধান ফ্লোরেন্সিয়া ক্যারিগন্যানো বলেন, বৃহস্পতিবার এক ফ্লাইটে আর্জেন্টিনার রাজধানীতে আসা ৩৩ রুশ নারীর মধ্যে তিনজনকে কাগজপত্র সংক্রান্ত সমস্যায় আটক করা হয়েছে। তার আগের দিন আসা আরও নারীও আটক হয়েছিলেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে রুশ নারীরা দাবি করেন, পর্যটক হিসেবে তারা আর্জেন্টিনা ভ্রমণ করছেন। পরে দেখা যায়, তারা আসলে পর্যটন সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না এবং নিজেরাই বিষয়টি স্বীকারও করেছেন।
ফ্লোরেন্সিয়া বলেন, এই রুশ নারীরা চান, তাদের সন্তানদের আর্জেন্টিনার নাগরিকত্ব থাকুক। কারণ এটি তাদের রাশিয়ান পাসপোর্টের চেয়ে বেশি স্বাধীনতা দেবে।
তিনি বলেন, সমস্যা হলো তারা আর্জেন্টিনা আসে এবং তাদের সন্তানদের আর্জেন্টিনার নাগরিক হিসেবে তালিকাভুক্ত করে আবার চলে যায়। বিশ্বজুড়ে আমাদের পাসপোর্ট খুবই নিরাপদ। আর্জেন্টিনার পাসপোর্টধারী ১৭১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। এ ছাড়া সন্তানের আর্জেন্টিনার নাগরিকত্ব থাকলে বাবা-মায়েরাও দ্রুত দেশটির নাগরিকত্ব পান। অন্যদিকে রাশিয়ান পাসপোর্টে মাত্র ৮৭টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়।
ভালোবাসা দিবসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে ১১০০ কি.মি. হাঁটলেন প্রেমিক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।