আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের নৌবাহিনী দাবি করেছে, ইউক্রেনের উপকূলের কৃষ্ণ সাগরে থাকা রাশিয়ার নৌ বহর ১০০ কিলোমিটার পিছিয়ে গেছে।
তাদের দাবি, ইউক্রেনের নৌবাহিনীর মিসাইল ও ড্রোন হামলার কারণে রুশ বহর পিছিয়ে যেতে বাধ্য হয়েছে।
সোমবার অপারেশন আপডেটে এ কথা জানায় ইউক্রেনীয় নৌবাহিনী।
তারা আরও জানিয়েছে, কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিম ভাগ পুনর্দখল করতে রাশিয়ানরা ক্রিমিয়া ও খেরসন অঞ্চলে মিসাইল ব্যবস্থা স্থাপন করেছে।
তারা জানিয়েছে, সমুদ্র থেকে মিসাইল হামলার হুমকি এখনো রয়ে গেছে।
ইউক্রেন নৌবাহিনী আরও বলেছে, আগ্রাসন শুরু হওয়ার পর শত্রুদের জাহাজ ও সাবমেরিন ইউক্রেনের ভেতর ৩০০ ক্রুস মিসাইল ছুড়েছে। বর্তমানে কালিবার ক্রুস মিসাইল হামলার পরিমাণ কমে গেছে। এখন শত্রুরা জাহাজ বিধ্বংসী মিসাইল দিয়ে স্থলে হামলা করছে। সম্ভবত এটি বোঝাচ্ছে রাশিয়া তাদের আধুনিক অস্ত্রের অত্যাধিক ব্যবহার করায় এখন পুরনো ধরনের মিসাইল ব্যবহার করতে বাধ্য হচ্ছে।
নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বেসামরিক জাহাজ আটকাতে রাশিয়ার ৩০টি জাহাজ ও সাবমেরিন কাজ করছে। বর্তমানে কৃষ্ণ সাগরে ১২টি বড় রুশ জাহাজ রয়েছে। কিন্তু তাদের তিনভাগেরও বেশি এখন মেরামতে আছে।
নৌবাহিনী তাদের দেওয়া তথ্যে বলেছে, রাশিয়াকে কৃষ্ণ সাগরের পুরো নিয়ন্ত্রণ রাখা থেকে সরিয়ে দিয়েছে ইউক্রেন।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।