আন্তর্জাতিক ডেস্ক : যে নদীর পানি ছিল পরিস্কার স্ফটিকের মত, সেই নদীর পানি ক্রমে তার ভোল বদলে ফেলেছে। দ্রুত তা রং বদলে এখন গাঢ় কমলা হয়ে উঠেছে। আর এতটাই গাঢ় সে রং যে তা দূরদূরান্ত থেকেও স্পষ্ট নজর কাড়ছে। দূর থেকে দেখে যে কারও মনে হবে নদীর পানিতে যেন মরচে পড়েছে।
মরচে পড়লে যেমন একটা গাঢ় কমলা রং ধরে, ঠিক তেমন হয়ে উঠেছে আলাস্কার ৭৫টির বেশি নদী। যা বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে। প্রাথমিকভাবে এই পরিবর্তনের দায় পরিবর্তনশীল আবহাওয়ার ওপর চাপালেও বিজ্ঞানীরা বিষয়টি আরও খতিয়ে দেখা শুরু করেছেন।
বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে যে নদীর পানি এতদিন ধরে স্ফটিকের মত স্বচ্ছ ছিল, বছরের পর বছর সেভাবেই তা বয়ে গেছে, তা এমন আচমকা রং বদলে গাঢ় কমলা রংয়ের হয়ে গেল কীভাবে?
বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এইসব নদীর পানিতে খুব দ্রুত আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও অ্যালুমিনিয়ামের মাত্রা বেড়েছে। কিন্তু কেন? সব পরীক্ষা চলছে।
আলাস্কার ওপর দিয়ে বিমান যাতায়াতের সময়ও এই নদীগুলির নজর কাড়া কমলা রং স্পষ্ট দেখা যাচ্ছে। সাধারণ মানুষও অবাক এমন কাণ্ড দেখে।
তাঁরাও অনেকে এই কমলা রং নিয়ে চিন্তিত। আপাতত আলাস্কার একটা বড় অংশের নদীর পানির এই রং বদল শুধু আলাস্কা নয়, গোটা বিশ্বের বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।