আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে যেমন ‘বাবা ভাঙ্গা’-র ভবিষ্যদ্বাণী আলোড়ন তোলে, তেমনি জাপানেও জন্ম নিয়েছেন এক রহস্যময় ভবিষ্যৎদ্রষ্টা—মাঙ্গা শিল্পী রিও তাতসুকি (Ryo Tatsuki)। তাঁর লেখায় আগামী জুলাই ২০২৫ মাসকে ঘিরে ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা উঠে এসেছে। এই আশঙ্কার ফলে ইতিমধ্যেই হাজার হাজার পর্যটক জাপান ভ্রমণ বাতিল করেছেন।
১৯৯৯ সালের বই ‘The Future I See’-তে পূর্বাভাস
রিও তাতসুকির লেখা ‘The Future I See’ বইটি প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালে। বইটিতে তিনি কিছু অস্বাভাবিক ও ভয়ংকর ভবিষ্যদ্বাণীর কথা তুলে ধরেন। অনেক পাঠক ও অনুসারীর মতে, বইয়ে উল্লেখিত বহু ঘটনা ইতিমধ্যে বাস্তবেও ঘটেছে।
Table of Contents
তার সবচেয়ে আলোচিত ভবিষ্যদ্বাণী ছিল ২০১১ সালের মার্চ মাসে সংঘটিত টোহোকু ভূমিকম্প ও সুনামি, যেখানে প্রাণ হারিয়েছিলেন ১৮ হাজারের বেশি মানুষ।
৫ জুলাই ২০২৫ – ভয়ংকর দিন?
তাঁর বইয়ের ২০২১ সালের কমপ্লিট এডিশনে আরও ভয়াবহ একটি পূর্বাভাস রয়েছে। তাতে বলা হয়, ২০২৫ সালের ৫ জুলাই ফিলিপাইন ও জাপানের মাঝখানের সমুদ্রতলে একটি ফাটল সৃষ্টি হবে। সেই ফাটল থেকে তিনগুণ বড় ঢেউ ছুটে আসবে, যা টোহোকুর চেয়েও ভয়াবহ।
তিনি লিখেছেন—“সমুদ্রের জল ফুটে উঠবে…”, যা অনেকেই বিশ্লেষণ করছেন একটি জলের তলার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হিসেবে।
এই দুর্যোগের মধ্যবিন্দু বা ‘এপিসেন্টার’ হিসেবে তিনি উল্লেখ করেছেন একটি হীরার আকৃতির অঞ্চল, যা জাপান, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও নর্দান মারিয়ানা দ্বীপপুঞ্জকে যুক্ত করে রেখেছে। অর্থাৎ গোটা পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল রয়েছে সম্ভাব্য বিপদের মুখে।
পর্যটকদের ভয় ও ট্যুর বাতিল
এই পূর্বাভাস সামনে আসতেই আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হংকংয়ের একটি নামকরা পর্যটন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সি এন ইউয়েন জানান, ইস্টার ছুটির সময় জাপানগামী ট্যুর বুকিং প্রায় ৫০% কমে গেছে। ধারণা করা হচ্ছে, সামনে এই সংখ্যা আরও কমতে পারে।
চীনা দূতাবাসের সতর্কতা
চীনের দূতাবাস গত মাসেই একটি সতর্কবার্তা জারি করেছে, যেখানে বলা হয়—জাপানে অবস্থানরত বা ভ্রমণে ইচ্ছুক চীনা নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
বাস্তব হয়ে যাওয়া ভবিষ্যদ্বাণী
রিও তাতসুকি দাবি করেন, তিনি ভবিষ্যৎ দেখতে পান। তাঁর লেখা বইয়ে রয়েছে এমন বহু ঘটনার উল্লেখ—যেমন ফ্রেডি মারকিউরির মৃত্যু, ১৯৯৫ সালের কোবে ভূমিকম্প—যেগুলো তিনি আগেই লিখেছিলেন বলে দাবি।
বিজ্ঞানীদের অনেকে এসব ভবিষ্যদ্বাণীকে সাদৃশ্য বা কাকতালীয় ঘটনা বলেই ব্যাখ্যা করেন। কিন্তু ইতিহাসে এমন বহু বার ঘটেছে, যেখানে “কাকতালীয়” বলে উড়িয়ে দেওয়া ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে গেছে।
OPPO A5x: বাজেটের মধ্যে পাওয়ারফুল ফিচার সমৃদ্ধ সেরা স্মার্টফোন
৫ জুলাইয়ের আতঙ্ক
সবকিছু মিলিয়ে, এবার ২০২৫ সালের ৫ জুলাই-কে ঘিরে বিশ্বব্যাপী গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যাঁরা পূর্ব এশিয়া বা জাপান ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য বিষয়টি চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।