বিনোদন ডেস্ক : বলিউডের চিরাচরিত ইমেজ ভেঙে এবার ভিন্ন রূপে পর্দায় আসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল। ‘লাস্ট স্টোরিজ-২’-এর মাধ্যমে এবার অন্য রকম ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি। বলিউডের জনপ্রিয় রোমান্টিক নায়িকাকেও এ সিনেমাতে ‘যৌ.ন লালসা’ বা ‘রতি সুখ’ টাইপের দৃশ্য ফুটিয়ে তুলতে বেগ পেতে হয়েছে। তবে বর্তমান সমাজে নারীদের রতি সুখ বা যৌ.ন লালসাকে স্বাভাবিক দৃষ্টিতে দেখা হয় না, সে বিষয়েই মুখ খুলেছেন কাজল।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ-২’ নিয়ে ফিল্মফেয়ারকে এক সাক্ষাৎকার দেন কাজল। কাজল বলেন, ‘একটা সময় আমাদের সমাজ এ বিষয়ে খোলামেলা ছিল। এটা আমাদের প্রাচীনকালের একটা অংশ ছিল। যৌ.নতা, যৌ.নশিক্ষা আমাদের প্রাচীন শিক্ষাব্যবস্থার একটা অংশ ছিল।
পরে এটা থেকে আমরা নিজেদের সরিয়ে নিয়েছি। কিন্তু দিনের শেষে, এটা জীবনের একটা খুব স্বাভাবিক অংশ, এটা ছাড়া থাকাও সম্ভব নয়। এখন যেমন খাওয়াদাওয়া এবং পান করাকে সমাজ একপ্রকার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। তেমনি নারীদের রতি সুখকেও স্বাভাবিকভাবেই গ্রহণ করা উচিত। এটাকে বন্ধ করার পরিবর্তে এটা নিয়ে স্বাভাবিক কথাবার্তা বলা উচিত।’
সিনেমায় যৌ.নতা দেখানোর বিষয়ে কাজল বলেন, ‘একসময় যৌ.নতা দেখাতে সিনেমায় দুটি গোলাপকে কাছাকাছি আনা হতো, পরক্ষণেই দেখা যেত নায়িকা অন্তঃসত্ত্বা।’ এ কথা বলতে বলতেই হেসে ফেলেন কাজল। তার কথায়, ‘আমার মনে হয় আমরা আরেক ধাপ এগিয়েছি, লাস্ট স্টোরিজের মতো কিছু বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, সিনেমা সমাজকে প্রতিফলিত করে।
এই মুহূর্তে সিনেমাগুলোতে সমাজের ছবিই উঠে আসছে। চিরন্তন প্রেমের গল্পে আজকাল কেউ বিশ্বাস করে না। কেউ মরতে চায় না, আমি নিশ্চিত। মানুষ আজকাল একাধিক আত্মার বন্ধুকে বিশ্বাস করে। তাই আমরা এখন পর্যন্ত যত প্রেমের গল্প বলছি সেগুলো ভিন্নভাবে তৈরি হচ্ছে।’
‘লাস্ট স্টোরিজ-২’-এ কাজলের স্বামীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা কুমুদ মিশ্রকে। আরো অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, বিজয় বর্মা, তিলোত্তমা শোম, অমৃত সুভাষ, নীনা গুপ্তা, অঙ্গদ বেদী ও মৃণাল ঠাকুর।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।