বিনোদন ডেস্ক : নিজেকেই ছাপিয়ে গেলেন তিনি। নিজের ছবি ‘বাহুবলী ২’-র রেকর্ড ভেঙে ফেললেন নিজের দ্বিতীয় ছবিতেই! ‘আরআরআর’। এস এস রাজামৌলির ৩৩৬ কোটি টাকা বাজেটের সিনেমা প্রথম দিনেই ২২৩ কোটি ব্যবসা করে ফেলেছে সারাবিশ্বে। আর তার পরেই সেরার তকমা পেল বড় বাজেটের এই ছবি।
২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজামৌলির ছবি (S. S. Rajamouli)। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবি। ‘আরআরআর’-এ বাড়তি পাওনা আলিয়া ভাট। ছবি মুক্তির পরেই উন্মাদনা ছড়িয়েছে দিকে দিকে। শনিবার, ২৬ মার্চ চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ছবিটির লাভের হিসেব তুলে ধরলেন টুইটারে।
এত দিন যে কথা ‘বাহুবলী ২’-র জন্য সত্য ছিল। এখন তার জায়গা নিল একই পরিচালকের পরের ছবি। প্রথম দিনে বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে সেরা হল ‘রাইজ রোর রিভোল্ট’।
‘RRR’ SMASHES ALL RECORDS ON DAY 1… OVERTAKES ‘BAAHUBALI 2’… ‘RRR’ IS NOW NO. 1 OPENER OF INDIAN CINEMA… WORLDWIDE Day 1 biz [Gross BOC]: ₹ 223 cr
SS RAJAMOULI IS COMPETING WITH HIMSELF…#RRR OFFICIAL POSTER… pic.twitter.com/d6TECxwmqb— taran adarsh (@taran_adarsh) March 26, 2022
গত সপ্তাহজুড়ে রাম চরণ, এনটিআর, রাজামৌলী বিভিন্ন শহরে ঘুরছেন প্রচারের জন্য। বরোদা, দিল্লি, জয়পুরের হাওয়া মহল, অমৃতসরের স্বর্ণমন্দিরে দেখা দিয়ে মঙ্গলবার কলকাতায় হাওয়া ব্রিজে এসেছিলেন তিন তারকা। নির্মাতারা প্রায় ৩৩৬ কোটি টাকা ঢেলেছেন ‘আরআরআর’কে পর্দায় আনতে। তা ছাড়া জিএসটি এবং অভিনেতাদের পারিশ্রমিকের হিসেব আলাদা। প্রথম দিনেই সেই ছবির লাভের অঙ্কে স্বস্তির নিশ্বাস পরিচালক-প্রযোজকদের।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ
‘টাকা ছাড়া আর কিছুই বোঝেন না’, এমন অভিযোগের জবাব দিলেন Akshay Kumar
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।