S23 Ultra স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা অফিসিয়ালি কনফার্ম করেছে স্যামসাং

S23 Ultra

আন্তর্জাতিকভাবে প্রকাশিত বেশ কয়েকটি নিউজ রিপোর্টে দাবি করা হয়েছে যে Galaxy S23 Ultra হবে স্যামসাং এর প্রথম স্মার্টফোন যেখানে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ইনস্টল করা থাকবে।

S23 Ultra

স্যামসাং ইলেকট্রনিক্স মোবাইল এক্সপেরিয়েন্স ডিভিশন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকার বিষয়টি অলরেডি কনফার্ম করেছে। দক্ষিণ কোরিয়ার একটি অনলাইন নিউজ মিডিয়া এমন তথ্য প্রকাশ করে।

মটোরোলা Edge 30 Ultra স্মার্টফোনটি সেপ্টেম্বরের ৮ তারিখে বিশ্বব্যাপী রিলিজ হতে যাচ্ছে। ‌ এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ইনস্টল করা থাকবে।

সামনে বাজারে আসতে যাওয়ার শাওমি 12T Pro স্মার্টফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। উভয় ডিভাইসে samsung এর ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে।

s23 ultra smartphone এ HP1 ক্যামেরা সেন্সর ব্যবহার করার বদলে ISOCELL HP2 সেন্সর ব্যবহার করা হবে যা আরো শক্তিশালী। পাশাপাশি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স ও ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা লেন্স থাকার পাশাপাশি অপটিক্যাল জুম সক্ষমতাও স্মার্টফোনটির থাকবে।

ধারণা করা হচ্ছে যে samsung Galaxy S23 Ultra smartphone এ কোয়ালকম এইট প্লাস জেন টু চিপসাট ইন্সটল করা থাকবে। নভেম্বরে এই শক্তিশালী প্রসেসরটি বিশ্বব্যাপী বাজারে উন্মুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এখনো পর্যন্ত মনে হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তাদের নিজস্ব জায়নস চিপসেট ব্যবহার করতে চাচ্ছে না। এই স্মার্টফোনে ৫০০০ মেগাহার্জের ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।

samsung এর স্মার্টফোনটিতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকবে। পাশাপাশি সেলফি ক্যামেরায় ৪০ মেগাপিক্সেল এর অটো-ফোকাস ফিচার থাকবে বলে মনে হচ্ছে।

Galaxy S23 Ultra হ্যান্ডসেটে ফিঙ্গারপ্রিন্টের প্রযুক্তিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এই স্মার্টফোনে Ultra Sonic ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসানো থাকবে। এর ফলে স্ক্যানিং এরিয়া আগের থেকেও বড় হবে।

২০২৩ সালের শুরুর দিকে স্যামসাং এর স্মার্টফোনটি বাজার উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভ্যানিলা গ্যালাক্সি S23 এবং S23 প্লাস এই দুটি স্মার্টফোনও ঠিক একই সময় বাজারে আসবে।