বিনোদন ডেস্ক : এবারের রোজার ঈদটি চিত্রনায়িকা পূজা চেরীর জন্য বিশেষ। কারণ, আলোচিত তিনটি ছবির মধ্যে তারই অভিনীত দুটি। ‘গলুই’-এ অভিনয় করছেন শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। অপরদিকে সফল জুটি হিসেবে স্বীকৃতি পাওয়া সিয়াম আছেন ‘শান’-এ।
সন্তান হিসেবে কোনটাকে এগিয়ে রাখবেন—এমন প্রশ্নে পূজা চেরী বলেন, ‘‘শান’ যদি বাবা হয়, ‘গলুই’ মা। আবার গলুই যদি বাবা হয় শান আমার কাছে ‘মা’। একটা বাদ দিয়ে আরেকটা ভাবা যায় না। আমি বলবো সবাই যেন একাধিক ছবি দেখেন।’’
আজ (২৭ এপ্রিল) সন্ধ্যায় ‘শান’ চলচ্চিত্র নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পূজা। রাজধানীর কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে এটি হয়। ছবিটি নিয়ে পূজা আরও বলেন, ‘‘শান’ নিয়ে প্রত্যাশার লেভেল হাই। বিভিন্ন ধরেন কনটেন্ট দেখেছি। এগুলো যত দেখছি আরও প্রত্যাশা বেড়েছে। আর যদি কোনও কিছু মন থেকে চাই, সেটা আসলেই হয়।’’
সংবাদ সম্মেলনে পূজা সরাসরি উপস্থিত না থাকলেও ভিডিও কলে কথাগুলো বলেন। এতে সরাসরি উপস্থিত ছিলেন ছবির নায়ক সিয়াম, পরিচালক এম রাহিমসহ অনেকে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel