বিনোদন ডেস্ক : অসুস্থতা নিয়ে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা আজিম। তিনি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
জানা গেছে, মঙ্গলবার বিকালে গাজীপুরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং করেন সুজাতা। সন্ধ্যার পর বাসায় ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনি অসুস্থবোধ করেন। তার শ্বাসকষ্ট দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে অভিনেত্রী সুজাতার নাতি ফারদিন আজিম গণমাধ্যমকে বলেন, ‘আমার দাদি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন।’
ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন সুজাতা। উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা তিন শতাধিক। সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন।
চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয় সুজাতাকে। এছাড়া শিল্পকলায় অবদানের জন্য তিনি ২০২১ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকও লাভ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।