বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে তার প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার বিচ্ছেদ হয়েছে আগেই। এরপর আর কোনো সম্পর্কে জড়াননি জাহ্নবী কাপুর। অন্তত এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। তবে শনিবার (১৭ ডিসেম্বর) দিল্লিতে একটি অনুষ্ঠানে একসঙ্গে যোগ দিয়েছিলেন সাবেক এই জুটি।
তাদের ভিডিও এবং ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। দুজনকে একত্রিত দেখে ফের গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। ভক্তরা ভাবছেন যে তারা একে অপরের সাথে আবারো ডেটিং করছেন কিনা!
ইনস্টাগ্রামে একজন পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে থেকে জাহ্নবী এবং শিখরের ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে জাহ্নবীকে একটি বেইজ স্ট্র্যাপলেস পোশাকে দেখা গেছে। তিনি একটি ম্যাচিং ওভারকোট এবং হিল পরেছিলেন। চুল খোলা রেখেছিলেন অভিনেত্রী। বেশ আকর্ষনীয় লাগছিল তাকে এই লুকে। অপরদিকে শিখর একটি ঝলমলে কালো জ্যাকেট পরেছিলেন। ভিডিও ক্লিপটিতে তাদের দুজনকেই এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গেছে। দুজনেই হাসিমুখে কথা বলছিলেন।
এদিকে ভিডিওটি প্রকাশ হওয়ার পরপরই ভক্ত অনুরাগীরা মন্তব্য করে তাদের মতামত প্রকাশ করছেন। ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যক্তি মন্তব্য করেছেন, “ওরি কে তাহলে?” কিছুদিন ধরেই ওরি নামের একজনের সাথে জাহ্নবীর নাম শোনা যাচ্ছিল। এদিকে শিখরকে উদ্দেশ্য করে আরেক ভক্ত লিখেছেন, “আপনি আমাদের হৃদয় ভেঙে দিয়েছেন ভাই। ”
গুঞ্জন রয়েছে, সম্প্রতি শিখরের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন জাহ্নবী। যদিও তারা একত্রিত ছবি শেয়ার করেননি। তবে তাদের ভিন্ন ভিন্ন ছবিগুলো একই স্থানের হওয়ায় ভক্তরা অনুমান করেই নিয়েছেন যে দুই তারকা একসঙ্গেই আছেন। জাহ্নবী চাঁদের আলোয় নিজের একটি ছবি শেয়ার করেছিলেন। শিখরও তার ইনস্টাগ্রাম স্টোরিজে চাঁদের একই ছবি শেয়ার করেছেন। একই স্থানে তোলা ছবিটি ভক্তদের গুঞ্জন আরো বাড়িয়ে দেয়। তবে কি ফের এক হচ্ছেন এই সাবেক জুটি? এই প্রশ্ন ধীরে ধীরে আরো পাখা মেলতে শুরু করেছে।
শিখর পাহাড়িয়া মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি। তিনি এর আগে জাহ্নবী কাপুরের সঙ্গে ডেটিংয়ের সুবাদে শিরোনামে এসেছিলেন। পরে তাদের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার বিষয়টিও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। চলচ্চিত্র নির্মাতা করণ জোহর তার চ্যাট শো কফি উইথ করণের এর সপ্তম সিজনে এই জুটির ডেটিংয়ের বিষয়টি প্রায় নিশ্চিত করেছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।