সাবেকদের প্রেমিকদের সঙ্গে এখনো ঘনিষ্ঠ এই তারকারা

সাবেকদের-প্রেমিক

লাইফস্টাইল ডেস্ক : ‘সাবেক’ হলেই মুখ দেখাদেখি বন্ধ—এ ধারণা ভুল প্রমাণ করেছেন অনেক তারকাই। সাবেকের সঙ্গে এখন ছবিও করছেন তারকারা। সাবেকদের সঙ্গে সুসম্পর্ক থাকা তারকাদের নিয়ে এই লেখা

সাবেকদের-প্রেমিক

রণবির কাপুর-দীপিকা পাড়ুকোন : দুজনের সম্পর্কের সূচনা ‘বাচনা অ্যায় হাসিনো’ ছবির সেটে। কিন্তু তা পরিণয়ের দিকে গড়ানোর আগেই দুজনের বিচ্ছেদ হয়ে যায়। সেই সময়ে নবাগত হলেও রণবির-দীপিকার প্রেম ছিল বলিউডে বহুল চর্চিত বিষয়। সাবেক এই জুটি আবারও আলোচনায় আসেন ইমতিয়াজ আলীর ‘তামাশা’ দিয়ে।

সাত বছর আগে এই ছবিতে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। ছবির কয়েকটি রোমান্টিক দৃশ্যের শুটিংয়ে একে অন্যকে জড়িয়ে ধরে কান্নার ছবি সেই সময় ভাইরাল হয়। পুরনো প্রেমে ফিরছেন—এ নিয়ে গুজবও রটে। সেটা সত্যি না হলেও রণবির-দীপিকার বন্ধুত্ব এখনো অটল।

শহিদ কাপুর-কারিনা কাপুর : একসময়কার আলোচিত এই প্রেমিক জুটি এখন আলাদা আলাদা সংসার পেতেছেন। বিচ্ছেদের পর অনেক দিন একে অন্যকে এড়িয়ে চলেন দুজন। তবে ২০১৬ সালে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দেখা যায় তাঁদের। যদিও একসঙ্গে কোনো দৃশ্য ছিল না।

সেই সময় নানা গুঞ্জন থাকলেও একসঙ্গে ছবির প্রচারণায় অংশ নেন শহিদ-কারিনা। কারিনা বলেন, বাইরে অনেক গুজব থাকলেও তাঁদের বন্ধুত্ব অটুট আছে। এমনকি শহিদের বিয়ের খবর মিডিয়ার আগেই তিনি জানতেন!

হৃতিক রোশান-সুজান খান : স্বামী-স্ত্রী থাকার সময় তাঁদের যতটা একসঙ্গে দেখা যেত, এখন তার চেয়েও বেশি দেখা যায়! আসলে বিচ্ছেদের পরও দুজনের ভালো যোগাযোগ আছে। আর সেটা দুই সন্তানের জন্য। আলাদা হয়ে গেলেও সন্তানদের জন্মদিন, বিশেষ উপলক্ষে নিয়মিতই দেখা করেন হৃতিক-সুজান। নিয়মিতই সন্তানদের সঙ্গে ঘুরতেও যান তাঁরা।

সালমান খান-ক্যাটরিনা কাইফ : সাবেক রণবির কাপুরের সঙ্গে আর ছবি না করার কথা জানালেও সালমানের ক্ষেত্রে এ নিয়ম পালন করেননি ক্যাটরিনা কাইফ। কিছুদিন আগেই জুটি বেঁধে ‘টাইগার ও’-এর শুটিং শুরু করেছেন। ‘টাইগার’ সিরিজের ছবি ছাড়াও ‘ভারত’ ছবিতেও দেখা গেছে তাঁদের। শুধু তা-ই নয়, বিভিন্ন পার্টি, অ্যাওয়ার্ড শোতেও দেখা যাচ্ছে সাবেক জুটিকে।

আরবাজ খান-মালাইকা অরোরা : ১৮ বছরের দাম্পত্যের অবসান ঘটলেও বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে দেখা গেছে তাঁদের। নিউ ইয়র্কে ছেলে আরহানের সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে মা-বাবা দুজনকেই। নিয়মিত পারিবারিক অনুষ্ঠানেও একসঙ্গে হন তাঁরা।

জেনিফার গার্নার-বেন অ্যাফ্লেক : তিন সন্তানের জন্য নিয়মিতই দেখা-সাক্ষাৎ হয় সাবেক হয়ে যাওয়া এই দম্পতির। সেটা এতটাই বেশি যে অনেকে তো তাঁদের সম্পর্ক জোড়া লাগার কথাও বলেছিলেন। তবে সে আশার গুড়ে বালি। বেন ও গার্নার জানিয়েছেন, অনেক ভাবনা-চিন্তার পরই তাঁরা সম্পর্কচ্ছেদ করেছেন।

তবে সন্তানদের কথা ভেবে প্রয়োজনে প্রতি সপ্তাহেই তাঁরা একত্র হবেন। সম্পর্ক ভাঙার পর আনা ডে আরমাসের সঙ্গে প্রেম হয় বেনের। তবে গেল বছর সে সম্পর্কও ভেঙে গেছে। এখন আরেক সাবেক জেনিফার লোপেজের সঙ্গে প্রেম করছেন বেন।

ক্যামেরন ডায়াজ-জাস্টিন টিম্বারলেক : ছাড়াছাড়ি হয়েছে অনেক দিন। দুজনই এখন আবারও অন্যের সঙ্গে ঘর বেঁধেছেন। তবে সংসার ভাঙলেও রুপালি পর্দায় তাঁরা জুটি ভাঙেননি। ২০১১ সালে তাঁদের ‘ব্যাড টিচার’ ছবিটিতে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। ক্যামেরনের ভাষায়, জাস্টিন একজন দারুণ গায়ক ও মেধাবী কমেডিয়ান। একে অন্যের জন্মদিনে নিয়মিতই শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

ডেমি মুর-ব্রুস উইলস : তাঁদের একমাত্র সন্তান রামার মুর জানিয়েছেন, হলিডেতে বেড়ানো বা জন্মদিনের পার্টি কোনোটাই তাঁকে মা-বাবা ছাড়া পালন করতে হয়নি। সংসার জীবনে ইতি টানলেও পারিবারিক যেকোনো অনুষ্ঠান তাঁরা একসঙ্গেই পালন করেন।

খুশির খবর পেলেন বাবার লা.শ রেখে পরীক্ষায় অংশ নেওয়া সেই আভা

জেনিফার লোপেজ-মার্ক অ্যান্থনি : তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ২০১১ সালে। তাঁদের যমজ দুটি সন্তানের জন্য যেকোনো পারিবারিক বিষয়ে তাঁরা একত্র হন। শুধু সন্তানদের জন্যই নয়, পেশাদারির খাতিরেও একই অ্যালবামে তাঁরা কাজ করেছেন। কনসার্টে গিয়ে মঞ্চে উঠে তাঁদের বন্ধুত্বপূর্ণ চুমু খেতেও দেখা গেছে।