লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর উত্তর তেহমনী এলাকার পরিত্যক্ত বাড়িতে বুধবার (১ অক্টোবর) বিকেলে আবারও আগুন দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিক্ষুব্ধ জনতা বাড়ির নিচতলা জ্বলিয়ে দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে অনেক লোক উত্তর তেহমনীতে জড়ো হন এবং পরে তারা সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে চলে যান। কয়েক মিনিটের মধ্যে বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়া হয়।
৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এরপর আরেক দফা পড়ানো হয় বাড়িটি। স্থানীয় একটি সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরীর বর্তমানে ভারতে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে আর আসেননি।
https://inews.zoombangla.com/smartphone-dia-banano-ae/
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, ‘সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্ট পোড়ানো হয়েছিল। তাতে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে জেনেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



