জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম শহিদুজ্জামান বেল্টু (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শহীদুজ্জামান বেল্টু ১৯৯১ সালে বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আরও তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির এ নেতা।
আজ মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে তার প্রথম জানাজা ও দুপুর ২টায় কালীগঞ্জ সরকারী ভূষণ স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক সাংসদ নাসের শাহরিয়ার জাহেদী মহুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির মাহবুবার রহমান, হামিদুল ইসলাম হামিদ প্রমুখ। পরে মরদেহ কালীগঞ্জ উপজেলা হাসনহাটি গ্রামে নেওয়া হয়। সেখানে এশা বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদুজ্জামান বেল্টুর মৃত্যুতে এটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু ও সাইফুল ইসলাম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।