সাবেক স্বামীর বিরুদ্ধে হঠাৎ রাখির মামলা

রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক : কোনো না কোনো কারণে চর্চায় থাকেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। এবার তিনি চর্চায় সাবেক স্বামী রীতেশের বিরুদ্ধে মামলা করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাখির একটি ভিডিও।

রাখি সাওয়ান্ত

সেখানে তাকে মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় নতুন প্রেমিক আদিলের সামনে কাঁদতে দেখা যায়। রাখির অভিযোগ, তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অনলাইন পেমেন্ট অ্যাপ হ্যাক করেছে সাবেক স্বামী রীতেশ।

অভিনেত্রী আরও অভিযোগ করেন, রীতেশ তার নতুন প্রেমিক আদিলের প্রতি ঈর্ষান্বিত। তাই প্রতিশোধ নিতে চান। কয়েক দিন আগে রীতেশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আদিল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাখি। তারপর থেকেই রীতেশ তাকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। এ জন্য শনিবার (১১ জুন) তিনি মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় মামলা করেছেন রীতেশের নামে।

বিয়ের পর রাখির সোশ্যাল মিডিয়া চালাতেন রীতেশ। তবে বিচ্ছেদের পর নাকি সে সব ফিরিয়ে দেয়নি। এ কারণে শনিবার নতুন প্রেমিক আদিলকে সঙ্গে নিয়ে থানায় যান। বলেন, ‘রীতেশ খুব সমস্যার সৃষ্টি করছে। এই কারণে থানায় এসেছি। ও আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, জি মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে। আমার সমস্ত অ্যাকাউন্টে রীতেশ ওর নাম ও ফোন নম্বর দিয়ে রেখেছে। এখন আমি আমার এসব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছি না।’

রাখির অভিযোগ, বিভিন্ন ভাবে তাকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন রীতেশ। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, নিজেদের ইচ্ছায় আলাদা হয়েছি। সুতরাং, কোনো সমস্যা হবে না। কিন্তু রীতেশ পরিষ্কার বলে দিয়েছে, ও আমার ওপর প্রতিশোধ নেবে। আমাকে ধ্বংস করে দেবে।’

৪ অ্যাকশন তারকাকে নিয়ে আসছে বলিউড ধামাকা ‘বাপ’

রাখি জানিয়েছেন, তার আয়ের অনেকটাই আসে ইনস্টাগ্রাম থেকে। এই বিষয় কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্ট থেকে কুরুচিকর ভাষায় লিখছে, যেন অ্যাকাউন্টটি ব্যান হয়ে যায়। এ বিষয়ে কথা বলার জন্য রীতেশকে মেসেজ ও ফোন করেছিলাম। কিন্তু ও কোনো উত্তর দেয়নি।’