জুমবাংলা ডেস্ক : ঠাকুরগাঁওয়ে রয়েছে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাগানবাড়ি। ২৫ বিঘার এ বাগানবাড়ির নাম নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মস লিমিটেড। স্থানীয়দের অভিযোগ, কেনা জমির আড়ালে জমি জবরদখল করে বাগান বাড়ি করেছেন তিনি। অন্যের পৈতৃক সম্পদ ও সরকারি সম্পত্তিও বাদ যায়নি। প্রভাব খাটিয়ে ফার্মের নামে কয়েক কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগও রয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে।
সরেজমিনের দেখা যায়, চারপাশে পুকুর, আম, লিচু আর সুপারি গাছের সারি সারি বাগান। সঙ্গে লাখ টাকার বনসাইসহ আলিসান এ বাগান বাড়িটির মালিক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সদর উপজেলার সালন্দর চৌধুরী হাটবাজারের পূর্ব পাশের এ বাড়িতে সাধারণের প্রবেশ ছিল নিষেধ। এলাকাবাসীর কাছে এটি ছিল ধোঁয়াশা প্রাচীর বেষ্টিত এগ্রো ফার্মটি। এখানে হয়নি কোন কর্মসংস্থান। বরং সুগার মিলের জমি লিজ নিয়ে যে আবাদ স্থানীয়রা করতেন তাও বন্ধ হয়ে গেছে নর্থবেঙ্গল এগ্রোর চড়া মূল্যে লিজ নেয়ার কারণে। অন্যের জমি দখলে নেয়া এবং বিনা অনুমতিতে ওয়াকফো স্টেট-এর সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে সাবেক এ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। বার বার বিভিন্ন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোন সুরাহা পাননি ভূক্তভোগীরা।
নাইকো দুর্নীতি মামলা : সব সাক্ষীকে ১২ সেপ্টেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ
এসব সম্পত্তি কীভাবে নেয়া হয়েছে, অন্যদিকে তার কত জমি আর সম্পত্তি আছে, সেসব বিষয়ে খতিয়ে দেখার দাবি জানিয়েছে এলাকাবাসীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।