জুমবাংলা ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। এতে যুক্ত হচ্ছেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
বুধবার সন্ধ্যার পর একে একে ফোন দেওয়া হচ্ছে নতুন মন্ত্রিসভার সদস্যদের। এতে ডাক পেয়েছেন সাবের হোসেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদস সদস্য হয়েছেন তিনি।
বুধবার দুপুরে সংসদ সদস্য হিসেবে সংসদ সদস্য হিসেবে শপথ নেন সাবের হোসেন চৌধুরী।
তিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। তার সময়কালীন ২০০০ সালের জুন মাসে বাংলাদেশ আইসিসি’র পূর্ণ সদস্য পদ এবং টেস্ট স্ট্যাটাস পায়।
এ ছাড়া সাবর হোসেন ১৯৯৬ সালে ঢাকা-৬ নির্বাচনী আসন থেকে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নৌপরিবহন উপমন্ত্রী হিসেবে ১৯৯৭ সালের ৩১ ডিসেম্বর থেকে ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০১ সালের ১৫ জুলাই পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
নবম জাতীয় সংসদ নির্বাচনের আসন পুনর্বণ্টনের ফলে তার নির্বাচনী এলাকাটি হয় ঢাকা-৯ আসন। ওই নির্বাচনে তিনি বিএনপির শিরিন সুলতানাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনঃরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবার ৩৬ সদস্যের মন্ত্রী পরিষদ গঠন করতে যাচ্ছে সরকার। এতে ২৫ জন পূর্ণাজ্ঞ মন্ত্রী রাখা হয়েছে। এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ১১ জন।
পূর্ণাজ্ঞ মন্ত্রী হিসেবে সাবের হোসেন চৌধুরী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হোসেন পাপন ডাক পেয়েছেন।
যারা পূর্ণাঙ্গ মন্ত্রী হচ্ছেন-
ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, মো. তাজুল ইসলাম, ড. হাছান মাহমুদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ফরহাদ হোসেন, সাধন চন্দ্র মজুমদার, ড. আব্দুর রাজ্জাক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মো. ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, মো. আব্দুস শহীদ, উবায়দুল মুক্তাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন।
প্রতিমন্ত্রী-
সিমিন হোসেন রিমি, নুস্রুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক, আলি আরাফাত, মুহিব্বুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলি, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।