সংগীতের জীবন্ত দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। বাংলা গানকে তারা নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, ছড়িয়ে দিয়েছেন বিশ্বদরবারে। কিংবদন্তি এই শিল্পীরা গানে মাতিয়ে রেখেছেন প্রজন্মের পর প্রজন্মকে। রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন একসঙ্গে অনেক গানে কণ্ঠ দিয়েছেন। সবগুলো গানই শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সম্প্রতি একটি টেলিভিশনের সাক্ষাৎকারে সাবিনা ইয়াসমিনকে নিয়ে কথা বলেছেন রুনা লায়লা। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে রুনা লায়লা জানান, তিনি সাবিনা ইয়াসমিনের ভক্ত।
রুনা লায়লা বলেন, ‘সাবিনা ইয়াসমিন একজন খুবই উচ্চমানের শিল্পী। আমি নিজেই তার গানের ফ্যান। বিশেষ করে তিনি রোমান্টিক ও স্যাড গানগুলো এত দারুণ গেয়েছেন, সেটাকে খুব সম্মান করি।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, রুনা লায়লাকে সর্বশেষ পাওয়া গেছে কোক স্টুডিও বাংলার ‘মাস্ত কালান্দার’ গানে। আর সাবিনা ইয়াসমিনও দীর্ঘ বিরতি কাটিয়ে নিয়মিত হয়েছেন গানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


