সোয়াদ সাদমান : চাকসুতে শাহ আমানত হল সংসদে রিডিংরুম, ডাইনিং ও পাঠাগার সম্পাদক পদপ্রার্থী সাবিতের ব্যতিক্রমী প্রচারণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও তীব্র আগ্রহ।
বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের প্যানেল ছাড়াও নির্বাচনে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও, যা নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও বইছে নির্বাচনী হাওয়া।
পাশাপাশি দেখা মিলছে সৃজনশীলতার। বিভিন্ন আকৃতির লিফলেট নজর কাড়ছে ভোটারদের, যা চাকসু নির্বাচনকে আরও উৎসবমুখর করে তুলছে। এই ব্যতিক্রমী লিফলেট বানানোর প্রতিযোগিতা থেকে পিছিয়ে নেই শহীদ আব্দুর রব হলেও। শুরু হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রচেষ্টা। পোস্টার-ব্যানারে সেজেছে হল প্রাঙ্গণ, মুখরিত পরিবেশে শিক্ষার্থীরা ব্যস্ত নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়ে আলোচনায়।
এবারের শাহ আমানত হল সংসদ নির্বাচনে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাবিত বিন নাছিম। তিনি রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি বিষয়ক সম্পাদক পদে (ব্যালট নং–৩) প্রার্থী হয়েছেন। নজর কেড়েছেন “কলম” সদৃশ লিফলেট ছাপিয়ে।
একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী ইশতেহার ও প্রত্যাশা তুলে ধরে সাবিত বলেন, “আমি শাহ আমানত হল সংসদে রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে প্রার্থীতা করছি সাধারণ ছাত্রদের প্রতিনিধি হিসেবে। কেন ই বা ‘ডাইনিং, রিডিংরুম ও হল লাইব্রেরি বিষয়ক সম্পাদক’? কবি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের এক কালজয়ী চরণ ‘সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’। এই চরণের মতোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা। এই বিশাল ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী হিসেবে পুরো ক্যাম্পাস জুড়ে কাজ করার সুযোগ না হলেও শাহ আমানত হল সংসদ নিয়ে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।”তিনি আরও “সাধারণ ছাত্র হিসেবে আমি যেসব সমস্যার মুখোমুখি হয়েছি রিডিংরুম, ডাইনিং আর হল লাইব্রেরি নিয়ে, মূলত সেইসব সমস্যা সমাধানের ইচ্ছে থেকেই প্রতিনিধিত্ব করা। ৫ই আগস্টের পূর্বে হল ডাইনিং-এর খাবারের মান ছিল যাচ্ছেতাই, যা অনেকটা উন্নতি করেছে পরবর্তী সময়ে মিল সিস্টেম চালু হওয়ায়। কিন্তু মিলরেট বেড়ে যাওয়ায় অনেকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে হল ডাইনিংয়ের এই ভালো খাবার।
পাশাপাশি সব আবাসিক ও অনাবাসিকদের অগ্রিম টাকা জমা দিয়ে মিল চালানোর সামর্থ্য নেই। মিল সিস্টেমের পাশাপাশি খাবারের উৎকৃষ্ট মান যুক্ত পূর্বের ডাইনিং সিস্টেম বা ক্যান্টিন চালুর পরিকল্পনা আছে।
ক্যাম্পাসে লোকাল বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে হলের অভ্যন্তরে একটি সুপারশপ স্থাপন করব। রিডিংরুম পর্যাপ্ত জায়গাসমেত স্থানে স্থানান্তর, আরামদায়ক পরিবেশ, পর্যাপ্ত চেয়ার-টেবিল, সাউন্ডপ্রুফ সিস্টেমের ব্যবস্থা নিশ্চিত করব।
শাহ আমানত হলে কোনো লাইব্রেরি নেই। সচরাচর লাইব্রেরি থেকে একটু ব্যতিক্রম লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা আছে। এই পরিকল্পনায় লাইব্রেরি হবে সাহিত্য, একাডেমিক ও চাকুরি—এই তিন ভাগে বিভক্ত।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।