শাবনূরে মুগ্ধ মমতাজ

শাবনুর ও মমতাজ

বিনোদন ডেস্ক : ফোক সম্রাজ্ঞী মমতাজ অসংখ্য জনপ্রিয় গান গেয়ে মাতিয়েছেন লাখো ভক্তের মন। তিনবারের এই সংসদ সদস্য এখনও নিয়মিত শিল্পী। অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বৈশাখী মেলা’ অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছেন মমতাজ। আর সেখানেই আরেক নন্দিত তারকা চিত্রনায়িকা শাবনূরকে দেখে মুগ্ধ হন এই ফোক সম্রাজ্ঞী।

শাবনুর ও মমতাজ

আজ সারাদিন তাকে সঙ্গ দিয়েছেন শাবনূর এমনটাই জানান মমতাজ। তিনি তার ফেসবুকে কয়েকটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন: ‘খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি।আজ সারাদিন সময় দিলো শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত।ভীষণ মিশুক একটা মানুষ।খুব ভালো থেকো তুমি, অনেক মিস করবো তোমাকে।’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর প্রায় দুই দশক ঢালিউডে রাজত্ব করেছেন।অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে।বর্তমানে সিনেমা থেকে দূরে রয়েছেন শাবনূর।এখন তিনি একমাত্র সন্তান নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন।

কার্তিক ও কিয়ারার আয় শত কোটি পার হলো