বিনোদন ডেস্ক : অনেকটা গোপনেই দেশ ছাড়েন এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূর। কবে ফিরবেন সেটা জানেন না কেউ। তিনটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের খবর দিয়ে চলে গেলেন নায়িকা।
জানা গেছে, ১১ ফেব্রুয়ারি দেশ ছেড়েছেন শাবনূর। কিন্তু বিষয়টি কাউকে জানাননি তিনি। সিনেমার ঘোষণা দিয়ে হঠাৎ শাবনূরের চলে যাওয়ার কারণে এখন চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা শঙ্কা প্রকাশ করছেন, হয়তো কাজ থেমে যাবে।
যে তিনটি ছবিতে কাজ করার কথা জানিয়েছিলেন শাবনূর সেগুলো হলো, ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’। সিনমাগুলোতে চুক্তিবদ্ধ হওয়ার পর অনেক সমালোচনাও শোনা গেছে। পরিচালকদের অনেকেই মন্তব্য করেছেন এভাবে শাবনূরের ফেরা ঠিক হয়নি। মেদ ঝরিয়ে ফিট হওয়ার পরই ফেরার দরকার ছিল।
তবে তার অস্ট্রেলিয়া ফেরার কারণ হিসেবে জানা গেছে, ফিট হতে তিনি সেখানে ফিরে গেছেন। কাজে ফেরা প্রসঙ্গে অনেকে বলেন, কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে পারলেই চলচ্চিত্রগুলোর চরিত্রের উপযোগী হয়ে উঠবেন তিনি। তবে উপযোগী হয়ে নায়িকা বেশে কবে ফিরবেন তা অজানা।
এদিকে শাবনূরের ঘনিষ্ঠ একজন সংবাদ মাধ্যমকে বলেন, শাবনূরের অস্ট্রেলিয়া যাওয়ার কারণ, নিজেকে ফিট করা। ওজন কমিয়ে ফিট হয়ে তবেই ফিরবেন।
তবে শাবনূর তার ফেসবুকে বলেছেন, তার ছেলের স্কুল খোলা সেজন্য তিনি অস্ট্রেলিয়া ফিরে গেছেন।
গত বছরের শেষদিকে দেশে এসেছিলেন শাবনূর। এরপর নিজের জন্মদিনে চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন। এ বছরের মাঝামাঝি ‘মাতাল হাওয়া’র শুটিংয়ের দিনতারিখ ঠিক করা হয়েছিল।
এরইমধ্যে ‘রঙ্গনা’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফেরার ঘোষণা দেন তিনি। ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠান আয়োজন করেছিল সংশ্লিষ্টরা। ‘রঙ্গনা’র ফার্স্ট লুক প্রকাশও পেয়েছে। এমএস মুভিজের ব্যানারে ‘রঙ্গনা’ প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা।
এদিকে মহরতে শাবনূরকে নিয়ে আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এমএস ফিল্মস। ‘এখনো ভালোবাসি’ সিনেমাটিও নির্মাণ করবেন রঙ্গনার পরিচালক আরাফাত। সিনেমাতে নিজেকে প্রস্তুত করারও ঘোষণা দিয়ে গোপনে দেশত্যাগের বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না চলচ্চিত্র অঙ্গনের কেউ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।