বিনোদন ডেস্ক : ঢালিউড সম্রাজ্ঞী শাবনূরের ভক্তদের জন্য সুখবর দিল বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। আগামী শনিবার (৩ আগস্ট) থেকে ৯ আগস্ট পর্যন্ত ‘শাবনূর সপ্তাহ’ পালন করবে তারা।
এই সময় প্রতিদিন দুপুর ২টায় চ্যানেলটি প্রচার করবে শাবনূর অভিনীত একটি করে সিনেমা। শুরুটা হবে আরিফ মাহমুদের পরিচালনায় ‘খেয়া ঘাটের মাঝি’ দিয়ে। এতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। আরও আছেন ববিতাসহ অনেকে।
পরদিন (রবিবার) থাকছে ওয়াকিল আহমেদের সিনেমা ‘ভুলো না আমায়’। ৫ আগস্ট থাকছে এফ আই মানিকের পরিচালনায় ‘দুই বধূ এক স্বামী’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী। ৬ আগস্ট থাকছে এফ আই মানিকের ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’। এতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা।
৭ আগস্ট দুপুরে প্রচার হবে আবিদ হাসান বাদলের ‘তুমি শুধু তুমি’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান। ৮ আগস্ট বৃহস্পতিবার থাকছে নারগিস আক্তারের ‘চার সতীনের ঘর’। এতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে।
শেষ দিনের তালিকায় থাকছে শাহ মো. সংগ্রামের পরিচালনায় ‘বলবো কথা বাসর ঘরে’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাবনূর, শাকিব খান, সাহারা, ওমর সানিসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।