স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে বিনিয়োগ করলেন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক এই ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে লাভবান হবে এই লিগ। যার প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের ক্রিকেটীয় কাঠামোতেও।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের মালিকানায় যুক্ত হয়েছেন শচীন। এ বছর থেকেই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।
মুহাম্মদ ইউনুসের “A World of Three Zeros” বইটি কেন বিশেষ?
এ নিয়ে তিনি বলেছেন, ‘ক্রিকেট আমার জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ন্যাশনাল ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। যুক্তরাষ্ট্রের ক্রিকেট একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এমন সময় ওদের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।