শচীন-কোহলি লড়াইয়ে কার পক্ষে সুনীল গাওস্কর?

স্পোর্টস ডেস্ক : এক দিনের ক্রিকেটে ৪৬টি শতরান হয়ে গিয়েছে বিরাট কোহলির। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ৭৪টি। সচিন তেন্ডুলকরের ১০০ শতরানের নজির ছুঁতে এখনও ২৬টি শতরান বাকি। সুনীল গাওস্কর অবশ্য এখন থেকেই পক্ষ নিয়ে ফেলেছেন। জানিয়েছেন, কোহলি আরও ৫-৬ বছর খেললে সচিনের নজির ভেঙে দেবেন। তিরুঅনন্তপুরমে কোহলির শতরান নিয়ে উচ্ছ্বসিত গাওস্কর। তিনি … Continue reading শচীন-কোহলি লড়াইয়ে কার পক্ষে সুনীল গাওস্কর?