শচীন-কন্যার রূপ যৌবন যেন বেয়ে পড়ছে

সচিন কন্যা

বিনোদন ডেস্ক : আলো ঝলমলে দুনিয়ায় পা রাখতে চলেছেন ভারতের আরও একজন তারকা সন্তান। তিনি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকরের মেয়ে সারা টেন্ডুলকর। অভিষেক সিনেমায় চুক্তিস্বাক্ষর করতেই নাকি তিনি মুম্বাই গিয়েছেন। এমনই জল্পনা বি-টাউনে।

সচিন কন্যা

সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত স্টারকিড সারা। ফ্যাশন আর স্টাইলে বলিউডের যেকোনো নায়িকাকে টেক্কা দেবেন তিনি। তার সৌন্দর্য বরাবরই চোখে টানে। এর আগেও গুঞ্জন উঠেছিল, শচীন-কন্যা বলিউডে আসছেন। ফের মাথাচাড়া দিয়েছে একই কানাঘুষা।

শনিবার মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন সারা। এদিন ঘিয়েরঙা ক্রসেট ও কালো জিনসে ধরা দিলেন তিনি। তার হাতের নীলরঙা ডিজাইনার ব্যাগ ছিল লুকের হাইলাইট। চলাফেরা যেন অবিকল বাবা শচীনের মতো।

মেয়ের বলিউড ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন কাজল

সারা মু্ম্বাইয়ে পা রাখা মাত্রই গুঞ্জন উঠেছে, এবার অভিষেক সিনেমার চুক্তি স্বাক্ষর করতেই মায়ানগরীতে তার পদার্পন। তবে এই গুঞ্জন কতটা সত্যি, তা নিয়ে এখনো মুখ খোলেননি সারা। যদিও কানাঘুষা, শচীন-কন্যার চলচ্চিত্রে অভিষেক এখন শুধু সময়ের অপেক্ষা।