স্পোর্টস ডেস্ক : ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে সারা টেন্ডুলকার এবং শুভমান গিলের মধ্যে সম্পর্ক নিয়ে সরব হয়েছেন নেট প্রেমীরা। বিভিন্ন সময় দুজনকে একত্রে দেখা গেছে সময় কাটাতে।
এমনি খবর বর্তমানে প্রকাশ্যে এসেছে যেখানে বলা হয়েছে যে, ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার নিজের জীবন সঙ্গী হিসেবে তরুণ ক্রিকেটার শুভমান গিলের গলায় বর-মাল্য প্রদান করেছেন। যার কারনে বর্তমানে সংবাদ শিরোনামের শীর্ষ স্থান দখল করে রয়েছেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। ভারতীয় জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অগণিত প্রশংসা কুড়িয়েছেন তিনি, থেকেছেন সর্বদা সংবাদ শিরোনাম। তবে প্রসঙ্গ এবার সম্পূর্ণ ভিন্ন।
বিশ্বের অন্যতম সেরা ধনী ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তার একমাত্র কন্যা সারা টেন্ডুলকারের জন্য। সূত্রের খবর, চুপিসারে নাকি শচীন কন্যা সারা টেন্ডুলকার বর্তমান সময়ের উঠ্তি তরুণ ক্রিকেটার শুভমান গিলকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন।
আমরা এমন বলছি এর কারণ অবশ্য আর কিছুই নয়, আপনি বর্তমান সময়ে যদি Google-এ শুভমান গিলের স্ত্রীর নাম সার্চ করেন তবে আপনার সামনে ভেসে উঠবে সারা টেন্ডুলকারের নাম। আর এখান থেকেই ধারণা করা হচ্ছে, চুপিসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দুজন।
ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে সারা টেন্ডুলকার এবং শুভমান গিলের মধ্যে সম্পর্ক নিয়ে সরব হয়েছেন নেট প্রেমীরা। বিভিন্ন সময় দুজনকে একত্রে দেখা গেছে সময় কাটাতে।
এমনকি শুভমান গিলের ইনস্টাগ্রামেও হস্তক্ষেপ করেছেন সারা টেন্ডুলকার। তাছাড়া শুভমান গিলের বোনের সাথে ইনস্টাগ্রামেও বন্ধুত্ব রয়েছে শচীন কন্যার। এতকিছুর ওপর নির্ভর করে নেট পাড়ায় প্রায় দাবি করা হতো কোনো না কোনো ভাবে গভীর সম্পর্ক রয়েছে এই দুজনের মধ্যে।
বিষয়টি নিয়ে ইতিপূর্বে শচীন টেন্ডুলকারকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব দিয়েছিলেন, দুজনেই পূর্ণবয়স্ক, তাই দুজনের জীবনের সঠিক সিদ্ধান্ত তারা নিতে সক্ষম।
শুভমান গিল অত্যন্ত মেধা সম্পন্ন একজন ক্রিকেটার। ভবিষ্যতে ক্রিকেটেই তার উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছিলেন শচীন টেন্ডুলকার। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে শুভমান গিল ভারতীয় দলের অংশ হিসেবে ইংল্যান্ড সফরে ব্যস্ত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।