ঝড় তুলতে অভিনয়ে আসছেন শচীনকন্যা, প্রস্তুতি নিচ্ছে যেভাবে

বিনোদন ডেস্ক : শচীন টেন্ডুলকার ও অঞ্জলি টেন্ডুলকার-এর কন্যা সারা টেন্ডুলকার বরাবর বলিউড সম্পর্কে আগ্রহী। লন্ডন থেকে মেডিসিন নিয়ে পড়াশোনা শেষ করে সারা ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের মডেলিং শুরু করে দিয়েছেন।

শোনা যাচ্ছে, অদূর ভবিষ্যতে বলিউডে ডেবিউ করতে পারেন সারা। এর মধ্যেই তিনি নিজেকে গ্রুম করতে শুরু করে দিয়েছেন।

ত্বকের প্রয়োজনীয় যত্ন নেন সারা। ছেড়ে দিয়েছেন বাইরের ভাজাভুজি, তেলমশলা ওয়ালা খাবার। কারণ এই ধরনের খাবার খেলে ত্বকে ব্রণ ও র‍্যাশের মতো সমস্যা দেখা দেয়। সারাদিনে সারা পর্যাপ্ত পরিমাণ জল পান করেন। ফলে হাইড্রেটেড থাকে তাঁর ত্বক ওশরীর। ত্বকের যত্নের জন্য প্রাকৃতিক উপায়ের উপর ভরসা রাখেন সারা। সকালে উঠে প্রথমেই ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেন তিনি। তার সাথে ব্যবহার করেন তাঁর ব্যক্তিগত ডার্মাটোলজিস্টের প্রেসক্রাইব করা একটি ক্লিনজার।

সামান্থার গান প্লে করলেই পাগল হয়ে যান রণবীর