জুমবাংলা ডেস্ক : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম। তবে মনোনয়ন না পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, গাজীপুরের মানুষ চাইলে মেয়র পদে নির্বাচন করব।
শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়। আসছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।
মেয়র পদে আজমত উল্লা, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। আগামী ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন।
জাহাঙ্গীর আলম বলেন, আমি সারা জীবন রাজনীতি করেছি। গাজীপুরের মানুষ যদি চায়, তাহলে আমি তাদের নিরাশ করব না। তারা চাইলে আমি নির্বাচন করব। আমার নাগরিকদের আমি কষ্ট দেব না।
নৌকার টিকেট না পেয়ে গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জাহাঙ্গীর আলম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।