লাইফস্টাইল ডেস্ক : ধুয়ে পরিষ্কার করে যত্ন করে রাখা সাদা পোশাকটি বের করে দেখলেন তাতে হলদে দাগ লেগে আছে। হয়ত অসাবধানে বিয়েবাড়িতে তেল-মশলাদার খাবার লেগে এমনটি হয়েছে, টেরই পাননি আপনি। সেই দাগ তোলার জন্য কাচতেও দিয়েছিলেন লন্ড্রিতে।
কিন্তু তাতে দাগ হালকা হলেও পুরোপুরি ওঠেনি। তা বলে কি দাগের জন্য পছন্দের পোশাকটাই বাতিল করে দেবেন? মোটেই না। পুরোনো দাগ তোলার তিনটি মোক্ষম উপায় জানা থাকলে অন্তত সাদা পোশাকে লাগা দাগ নিয়ে ভাবতে হবে না।
১। বেকিং সোডার মিশ্রণ
বেকিং সেডা পুরোনো দাগ তোলার ক্ষেত্রে দারুণ কার্যকরী। বিশেষ করে ঘামের দাগ বা খাবারের দাগ হলে বেকিং সোডার মতো সমাধান দু’টি হয় না।
চার টেবিলচামচ বেকিং সোডার সঙ্গে দুই টেবিলচামচ পানি মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করুন। দাগ লাগা জায়গাটিতে ওই মিশ্রণ লাগিয়ে রাখুন। তারপরে একটি ব্রাশ অথবা আঙুল দিয়ে হালকা হাতে ঘষে দিন। ৩০ মিনিট রেখে তার পরে ধুয়ে ফেলুন। পোশাকের ক্ষতি না করেই দাগ দূর হবে।
২। সাদা ভিনিগার
সাদা ভিনিগার দাগ তুলতে ওস্তাদ। চা-কফি-ওয়াইনের দাগের মতো জোরালো দাগকেও সহজেই দূর করতে পারে সাদা ভিনিগার। কাপড়ও রাখে নরম।
যতটা ভিনিগার নেবেন তার সঙ্গে তার তিনগুণ পানি মেশান। এবার দাগ লাগা পোশাকটি ওই তরলে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা পরে ব্রাশে করে দাগ লাগা জায়গাটি ঘষে পরিষ্কার করে নিন। এবার সাধারণ পানি ধুয়ে ফেলুন।
৩। হাইড্রোজেন পারক্সাইড
হাইড্রোজেন পারক্সাইড হল এক ধরনের ব্লিচিংয়ের উপাদান। তবে রঙিন জামাকাপড়ের দাগ তোলার জন্য হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করলে রং নষ্ট হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সাদা জামায় যে হলদেটে ছোপ পড়ে, তা দূর করার জন্য এটি উপযোগী। পাশাপাশি, খাবারের দাগ বা যেকোনো ধরনের পুরোনো জোরালো দাগও সহজে ওঠানো যায় হাইড্রোজেন পারক্সাইড দিয়ে।
হাইড্রোজেন পারক্সাইডকে বাসন ধোয়ার তরল সাবানের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ওই মিশ্রণ দিয়ে দাগ লাগা জায়গাটি ভিজিয়ে নিন। ১৫-৩০ মিনিট পর্যন্ত এভাবেই রেখে দিন। তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।