বিনোদন ডেস্ক : রুক্মিণী মৈত্রের কিশমিশ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। বক্সঅফিসে সাফল্য পেয়েছে এই ছবি। তবে অভিনেত্রী হিসেবে রুক্মিণীর জনপ্রিয়তা রয়েছে ঠিকই, তাঁর ফ্যাশন সেন্সের জন্য়েও টলি-পাড়ায় নাম ডাক রয়েছে। সম্প্রতি এই ককটেল শাড়িতে রুক্মিণীর ছবি জনপ্রিয় হয়েছে। এই শাড়িটি বিখ্যাত ডিজাইনার হাউজ থেকে নিয়েছেন রুক্মিণী। একই ডিজাইনার লেবেলের শাড়ি পরেন বলিউডের অভিনেত্রীরাও। কোন ডিজাইনার হাউজ? জেনে নিন আপনিও…
রুক্মিণী মৈত্র কখনও ককটেল শাড়ি লুক ফ্লন্ট করার সুযোগ ছাড়েন না। সম্প্রতি একটি ফটোশ্যুটে রুক্মিণী এমন একটি শাড়ি পরেছিলেন, যাতে বলিউডের জনপ্রিয় লেবেল রয়েছে। সম্প্রতি রুক্মিণী অভিনীত কিশমিশ ছবি মুক্তি পেয়েছে। বক্স অফিসে ভালোই হিট হয়েছে সেই ছবি। এই এলিগ্যান্ট মনোক্রম শাড়িতে দারুণ লাগছে রুক্মণীকে। রুক্মিণী যে শাড়িটি পরেছেন, তাতে বলিউডের যে ডিজাইনারের লেবেল আছে, সেই একই লেবেলের শাড়ি পরেন পরিণীতি চোপড়া, নারগিস, কলকি কেকলাঁ।
শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজও বেছে নিয়েছেন তিনি। ডিপ কাট নেকলাইনের ব্লাউজে সিকুইন রুপোলি কাজ করা রয়েছে। আইভরি রঙের সঙ্গে এই সিকুইন রুপোলি কাজ বেশ ভালো মানিয়েছে। শাড়িটিতে সেরকম বিশেষ কাজ নেই, তাই ব্লাউজ একটু জমকালো বেছে নিতে কোনওভাবেই পিছপা হননি রুক্মিণী। ডিপ কাট নেকলাইন ব্লাউজটি বাস্টিয়ার প্যাটার্ন। স্ট্র্যাপ স্লিভে দারুণ লাগছে অভিনেত্রীকে। অভিনেত্রীও কোনভাবে তাঁর সৌন্দর্য ফ্লন্ট করার সুযোগ ছাড়েননি। তাঁর শাড়িতে রয়েছে ‘জেড’ লেবেন, মনিকা ও করিশ্মার ডিজাইন করা এই শাড়ি।
এই আইভরি সাদা প্লিটেড শাড়ি রুক্মিণী পরেছেন। এতে রয়েছে কিছু আকর্ষণীয় রাফেল। পাড়ে বসানো আছে সুন্দর লেস। এই লেসের কাজ শাড়ির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। অভিনেত্রী খুব অল্প মেকআপেই তাঁর লুকটি সম্পূর্ণ করতে চেয়েছেন। কোনও ভারী গয়না পরেননি। এই বং বিউটি যে বেশ জনপ্রিয় এবং সবার মন জয় করে নিতে পারেন, তা তাঁর সোশ্য়াল মিডিয়া টাইমলাইনই জানান দেয়। আমরাও তাঁর এই ব্রেথটেকিং গ্ল্যাম-আপ লুক দেখে মুগ্ধ! এই ককটেল শাড়িটির দুটি অংশ রয়েছে।
বাড়ির কাজের মেয়েকে বিয়ে, স্বামীকে ফিরে পেতে চান প্রথম স্ত্রী
একটি ফ্লেয়ারড প্যান্ট পার্ট রয়েছে। তারই সঙ্গে জোড়া হয়েছে আঁচল। শাড়ির আঁচলের মতো প্যান্টের নীচের অংশে সাদা লেসের কাজ করা রয়েছে। ক্লাসি ড্রেপিং স্টাইলেই স্টাইলিং করেছেন রুক্মিণী। আমরা তাঁর এই লুক দেখে সত্য়িই মুগ্ধ!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।